IND vs WI, 2nd T20 Live: ৮ রানে ক্যারিবিয়ান বধ, এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের
IND vs WI, 2nd T20, Eden Garden Stadium: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ৬ উইকেট জয় হাসিল করে নিয়েছিল ভারতীয় দল (Team India)। আজ জিতলেই সিরিজ মুঠোয়।
LIVE
![IND vs WI, 2nd T20 Live: ৮ রানে ক্যারিবিয়ান বধ, এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের IND vs WI, 2nd T20 Live: ৮ রানে ক্যারিবিয়ান বধ, এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/9798a71530f1a10df74d7d46824b88f3_original.jpg)
Background
কলকাতা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ৬ উইকেট জয় হাসিল করে নিয়েছিল ভারতীয় দল (Team India)। বল হাতে রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) দুর্দান্ত পারফরম্যান্স ছিল সেই ম্যাচে টিম ইন্ডিয়ার সবচেয়ে আলোচিত অধ্যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ খেলতে নামবে ২ দল।
ইডেনে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে নজির গড়েন রোহিত শর্মা। ১৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক। তার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন হিটম্যান। এই মুহূর্তে এই ফর্ম্যাটে রোহিতের ঝুলিতে রয়েছে ৩,২৩৭ রান। রোহিতের আগে রয়েছেন শুধুমাত্র মার্টিন গাপ্টিল। তাঁর ঝুলিতে রয়েছে ৩২৯৯ রান। মোট ১১২ ইনিংস খেলেছেন তিনি।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে জয়। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু দ্বিতীয় ম্য়াচের আগে টিম ইন্ডিয়া (Team India) হয়তো পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না। হতে পারছে না কারণ, ক্রিকেটের এই ফর্ম্যাটে দলের অন্যতম সেরা পেসার দীপক চাহারের (Deepak Chahar) চোট এখনও পুরোপুরি সারেনি। তাঁকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
কী হয়েছে দীপকের? বুধবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন কায়রন পোলার্ড। ২টি চার ও একটি বিশাল ছক্কা মারেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগে অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেয়েছিলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার।
১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক চাহার। মিডিয়াম পেসারের এতটাই জোরে লাগে যে, তিনি মাঠে মেডিক্যাল টিমকে ডেকে পাঠান। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এরপর পোলার্ডের বলে চোট পান হর্ষল পটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।
ইতিবাচক হচ্ছে, বেঙ্কটেশ সেই ম্যাচে ব্যাট করেন। হর্ষলের চোটও সেরকম কিছু নয়। তবে ভারতীয় শিবিরের খবর, চাহারের হাতের কব্জি এখনও ফুলে রয়েছে। ব্য়থাও রয়েছে। তাই তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। চাহার খেলতে না পারলে পরিবর্ত হিসাবে শার্দুল ঠাকুরকে তৈরি রাখছে ভারত। চাহারের বদলে মুম্বইয়ের পেসারকে দেখা যেতে পারে ভারতের প্রথম একাদশে।
Ind vs WI, 2nd T20 Live: ৮ রানে জয়ী ভারত
শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। হর্ষল পটেলকে পরপর দুই ছক্কা মেরে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির ইঙ্গিত দিচ্ছিলেন রভম্যান পাওয়েল। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ৮ রানে ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরল ভারত।
Ind vs WI Live: ৬২ রান করে ফিরলেন নিকোলাস
৪১ বলে ৬২ রান করে ফিরলেন নিকোলাস পুরান। ৯ বলে আর ২৮ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।
Ind vs WI Live: হাফসেঞ্চুরি নিকোলাস পুরানের
৩৪ বলে হাফসেঞ্চুরি নিকোলাস পুরানের।
Ind vs WI Live: পাওয়েলের ক্যাচ ভেললেন ভুবি
ব্যক্তিগত ৩৮ রানের মাথায় নিজের বলেই রভম্যান পাওয়েলের ক্যাচ ফেলে দিলেন ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভারে ১৩৪/২।
Ind vs WI Live: ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৩/২
১২.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯৩/২।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)