আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি২০, সিরিজ দখল করাই লক্ষ্য বিরাটদের
ব্যাটসম্যানরা সফল হলেও, বোলারদের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তিরুঅনন্তপুরম: প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর রবিবার সেই ধারা অব্যাহত রেখে টি২০ সিরিজ পকেটে পুরতে চাইছে বিরাট কোহলি বাহিনী। এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার, হায়দরাবাদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেন ইন ব্লু। ওই জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক কোহলি। ঝলসে উঠেছিল বিরাটের ব্যাট। গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ওপেনার কে এল রাহুলও। রেকর্ড রান তাড়া করে জয় নিশ্চিত করেছিল ভারত। তবে, ব্যাটসম্যানরা সফল হলেও, বোলারদের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এভিন লুইস, শিমরন হেটমেয়ার ও কায়রন পোলার্ড ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভাল পারফর্ম করা দীপক চহার প্রথম ম্যাচে ছাপ ফেলতে পারেননি। একইভাবে, নিষ্প্রভ ছিলেন ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর। ফিল্ডিং বিভাগও চিন্তায় রাখবে কোহলিকে। আগের ম্যাচে একাধিক ক্যাচ ফস্কেছে। একাধিক মিস-ফিল্ডিং হয়েছে। যা বর্তমান ভারতীয় দলের কাছে অপ্রত্যাশিত। সেই বিষয়টি মাথায় থাকবে টিম ইন্ডিয়ার।