IND vs WI: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বুমরাকে টেক্কা দেওয়ার হাতছানি হার্দিকের সামনে
Hardik Pandya: অধিনায়ক হিসেবে আইপিএলে সাফল্য পেয়েছেন। এবার জাতীয় দলের জার্সিতেও সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য। আগামী দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস করতে নামবেন তিনি।
ত্রিনিদাদ: অধিনায়ক হিসেবে ওয়ান ডে সিরিজের শেষ ২ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজ জিতেছেন। টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বেই খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে হারতে হয়েছে যদিও। দ্বিতীয় ম্যাচে অবশ্য নতুন মাইলস্টোন গড়ার সামনে তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৬০ ম্যাচে ৭০ উইকেট ঝুলিতে পুরেছেন যশপ্রীত বুমরা। হার্দিক অন্যদিকে ৭৭ ম্যাচে ৭০ উইকেট নিয়েছেন। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইকেট পাওয়ার নিরিখে বুমরাকে টেক্কা দিয়ে দিতে পারেন হার্দিক। তালিকায় ভারতীয় দের মধ্যে সবার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি ৭৬ ম্যাচে ৯৩ উইকেট ঝুলিতে পুরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৮৭ ম্যাচে ৯০ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
বিশ্বকাপ জিততে চান তিলক
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁর ব্যাটিং দেখেই ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি এই ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটের (International Cricket) মঞ্চে দেখা যাবে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয়েছে তিলক ভার্মার। আর প্রথম ম্যাচেই ২২ ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি তরুণ। ভারত ম্যাচ হারলেও তিলকের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের।
ম্যাচের পর এক সাক্ষাৎকারে তিলক জানিয়েছেন যে দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে চান। ২০ বছরের তরুণ ব্যাটার বলেন, ''প্রত্যেকের স্বপ্ন থাকে একটা সময় গিয়ে দেশের জার্সিতে যাতে সে খেলতে পারে। আমি কখনও ভাবিনি যে কেরিয়ারের এত কম সময়ে আমি জাতীয় দলের জার্সিতে খেলতে পারব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। করোনা এসেছিল সেই সময়। তাই ভেবেছিলাম যে যতটুকু সুযোগ পাব, তা যেন কাজে লাগাতে পারি।'' উল্লেখ্য়, ২০২০ সালেকর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন তিলক।
তরুণ এই বাঁহাতি আরও বলেন, ''ছোটবেলা থেকেই আমার লক্ষ্য ছিল ভারতকে বিশ্বকাপ জেতানো। কীভাবে বিশ্বকাপ জেতা যায়, তা নিয়ে সবসময় ভাবি আমি। প্রতিদিন ভাবতে থাকি যে আমি দেশের জার্সিতে এই নম্বরে ব্যাট করব ও দেশকে ট্রফি জেতাতে সাহায্য করব। এখন আমি দেশের জার্সিতে অভিষেক করতে পেরেছি। এবার ধাপে ধাপে এগোতে চাই। এই বছরেই বিশ্বকাপ রয়েছে। তবে আমি বেশি ভাবতে নারাজ। নিজের কাজটা সঠিকভাবে করে যেতে চাই।''
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে গত আইপিএলে ৩৪৩ রান করেছেন ১১ ম্যাচে তিলক। গড় ছিল ৪২.৮০। ২০২২ মরসুমেও ধারাবাহিক পারফর্ম করেছিলেন তিলক। সেবার ১৪ ম্যাচে ৩৯৭ রান করেছিলেন তিনি।