Virat Kohli Century: ৫ বছর পর বিদেশের মাটিতে টেস্টে সেঞ্চুরি, পাঁচশোতম ম্যাচ স্মরণীয় করে রাখলেন কোহলি
Ind vs WI: পাঁচ বছর পর বিদেশের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে।
পোর্ট অফ স্পেন: শেষ এসেছিল ২০১৮ সালে। পারথে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন। ফের ২০২৩-এ। এবার পোর্ট অফ স্পেনে। পাঁচ বছর পর বিদেশের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (Ind vs WI)। কেরিয়ারের পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন কিংগ কোহলি।
সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন কোহলি। কীভাবে? অনেকে মনে করেন, সচিনের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলি। সচিন নিজেও একাধিকবার সেই কথাই বলেছেন। কোহলির শুক্রবারের সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৬তম সেঞ্চুরি। সচিনকে স্পর্শ করতে গেলে এখনও ২৪ সেঞ্চুরি করতে হবে বিরাটকে। যে সংখ্যাটা নেহাত ছোট নয়। কোহলির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।
তবে একটা বিষয়ে সচিনকে পেরোলেন কোহলি। কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলার সময় সচিনের ঝুলিতে ছিল ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাটের সেখানে এতটা বেশি। ৭৬টি সেঞ্চুরি। তালিকায় তিন ও চার নম্বরে থাকা রিকি পন্টিং ও জাক কালিস অনেক পিছনে। পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় পন্টিংয়ের ঝুলিতে ছিল ৬৮টি সেঞ্চুরি। পাঁচশোতম ম্যাচ খেলার সময় দক্ষিণ আফ্রিকার জাক কালিস করেছিলেন ৬০টি সেঞ্চুরি। সেক্ষেত্রে অভিনব ও বিরল এক কীর্তি গড়লেন কোহলি। পাঁচশোতম ম্যাচ খেলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার নিরিখে।
In 📸📸@imVkohli celebrates his 29th Test ton 🫡#WIvIND pic.twitter.com/H0DdmUrBm0
— BCCI (@BCCI) July 21, 2023
টেস্টে নিজের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। শ্যানন গ্যাব্রিয়েলের বল স্কোয়্যার ড্রাইভ করে যখন পয়েন্ট বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি সম্পূর্ণ করছেন কোহলি, ধারাভাষ্য করছিলেন কোর্টনি ওয়ালশ। কোহলির সেঞ্চুরি দেখে যিনি বলে উঠলেন, 'অসাধারণ বিরাট। দুর্দান্ত ব্যাটার।' কিংবদন্তি পেসারের প্রশংসাই বুঝিয়ে দেয় যে, কতটা কর্তৃত্ব নিয়ে ব্যাটিং করেছেন কোহলি।
Ending a 5-year wait in his 500th Int'l Game with a 💯
— FanCode (@FanCode) July 21, 2023
Just @imVkohli things!
.#INDvWIonFanCode #WIvIND pic.twitter.com/5j5td33iO2
কোহলি এদিন স্পর্শ করলেন কিংবদন্তি স্যর ডন ব্র্যাডম্যানকেও। যাঁকে মনে করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটার। অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম ব্যাটারের টেস্টে ২৯টি সেঞ্চুরি রয়েছে। সমসংখ্যক সেঞ্চুরি হয়ে গেল কোহলির। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটা কোহলির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন