IND vs WI, Innings Highlight: ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ, টি-টোয়েন্টি সিরিজে ৩-০ জয়ধ্বনি
IND vs WI, 3rd T20: সিরিজ জয় আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।
কলকাতা: সিরিজ জয় আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। রবিবাসরীয় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে।
রবিবার প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৪/৫। জবাবে ১৬৭/৯ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে দুরন্ত ছন্দে হর্ষল পটেল। ৪ ওভারে ২২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। দুটি করে উইকেট দীপক চাহার, বেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুরের।
ইডেনের (Eden Gardens) বাইশ গজ তিনি চেনেন হাতের তালুর মতো। এক সময় ভরা ইডেনে চার-ছক্কার ফোয়ারা ছোটাতেন। তাঁর ব্যাটের তাণ্ডব দেখে ইডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির রেলিং বেয়ে উঠে হাততালি দিতেন শাহরুখ 'কিং' খান।
সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রবিবার জ্বলে উঠলেন ইডেনেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এক সময় আইপিএলে (IPL) ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার ৩১ বলে করলেন ৬৫ রান। মারলেন ১ চার ও ৭ ছক্কা। তাঁর ব্যাটে চার-ছক্কার রোশনাইয়ে রাতের ইডেনে যেন ঠিকরে বেরোল আলো। সূর্যকে যোগ্য সঙ্গত করলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। যিনি বর্তমান কেকেআর দলের অন্যতম সম্পদ। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন । পঞ্চম উইকেটে ৩৭ বলে ৯১ রান যোগ করলেন তাঁরা। ইডেনে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৪/৫ ।
ভারতের হয়ে ইডেনে টি-টোয়েন্টি অভিষেক হয় পেসার আবেশ খানের । ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছে । খেলছেন রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর ও আবেশ খান । তবে রান পাননি রুতুরাজ । ৮ বলে ৪ রান করে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারের ৫৩ রানের পার্টনারশিপ হয়। ৩১ বলে ৩৪ রান করে ফেরেন ঈশান কিষাণ। ১৬ বলে ২৫ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে ফেরেন রোহিত শর্মা। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়িয়েছিল ১৩২/৪। ২৭ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমার যাদবের। ইনিংসের শেষ বলে সূর্যকুমার ৬৫ রানে আউট হলেন। বেঙ্কটেশ আইয়ার করেন ৩৫। মাত্র ১৯ বল খেলে।
সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৮৫ রানের। ১৭ রান আগেই থেমে গেল কায়রন পোলার্ডের বাহিনি। একমাত্র নজর কাড়লেন নিকোলাস পুরান। ৪৭ বলে ৬১ রান করেও অবশ্য দলকে জেতাতে পারলেন না। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার।