Ind vs WI Day 1 Lunch Break: টেস্ট ফাইনালে ব্রাত্য ছিলেন, জোড়া উইকেট তুলে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে ধাক্কা সেই অশ্বিনেরই
India vs West Indies: অশ্বিনের দাপটে প্রথম দিন লাঞ্চ বিরতিতে বেশ চাপে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৬৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের শেষে।
ডমিনিকা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মার (Rohit Sharma) টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বার্মিংহামের সেই ফাইনালে একমাত্র স্পিনার হিসাবে খেলা উচিত রবীন্দ্র জাডেজারই (Ravindra Jadeja)। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনারকে তাই বাইরেই বসতে হয়েছিল। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা অনেকেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
প্রথম একাদশে ফিরে সেই আর অশ্বিন (R Ashwin) ঘূর্ণির জাল বুনে বিপাকে ফেলে দিলেন ক্যারিবিয়ান শিবিরকে। তাঁর স্পিন ফাঁদে আটকে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দুই ওপেনার। তাও টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে। এমন এক বাইশ গজে, যেখানে পেসারদের জন্য বাড়তি বাউন্স রয়েছে। অথচ সেখানে দলে সুযোগ পেয়েই অশ্বিন দেখিয়ে দিলেন, কেন তাঁকে বাদ দেওয়া নিয়ে এত প্রশ্ন উঠেছিল। দেখিয়ে দিলেন, অভ্রান্ত লাইন-লেংথে বল করলে তার পুরস্কার পাওয়া যায়। একটি করে উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা।
Watch 📹📹- Proud moment for the two youngsters as they receive their Test caps from Captain Rohit Sharma and Virat Kohli.#WIvIND pic.twitter.com/D9QXRQvX35
— BCCI (@BCCI) July 12, 2023
অশ্বিনের দাপটে প্রথম দিন লাঞ্চ বিরতিতে বেশ চাপে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৬৮ রানে ৪ উইকেট খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের শেষে।
প্রত্যাশামতোই টেস্ট অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। যিনি রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ভারতীয় ইনিংস ওপেন করবেন। সেই সঙ্গে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ঈশান কিষাণেরও (Ishan Kishan)। উইকেটকিপার হিসাবে কে এস ভরত (K S Bharat) নয়, কিষাণের ওপর ভরসা দেখাল ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল তিন পেসার হিসাবে খেলাচ্ছে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকটকে। দুই স্পিনার হিসাবে খেলছেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন