এক্সপ্লোর
Advertisement
ধোনি ও কোহলির পরামর্শে স্বপ্ন পূরণ, টেস্ট দলে ডাক পেয়ে জানালেন সিরাজ
নয়াদিল্লি: ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন হায়দরাবাদে পেসার মহম্মদ সিরাজ। তাঁর এই স্বপ্ন পূরণে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি কীভাবে সাহায্য করেছেন, তা জানালেন সিরাজ।ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ এবং দক্ষিণ আফ্রিকা এ- উভয় প্রতিপক্ষের বিরুদ্ধে ১০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে দলে ডাক পেয়েছেন সিরাজ।
গত শনিবার দল নির্বাচনের পর উচ্ছ্বসিত সিরাজ বলেছেন, আমার স্বপ্ন সত্যি হল। দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন আমার দীর্ঘদিনের। আমি জানতাম একদিন না একদিন নির্বাচকদের আমার পারফরম্যান্সে প্রভাবিত করতে পারব। আমি খুব খুশি। সম্প্রতি ভারত এ দলের হয়ে খুব ভালো খেলেছি। তখন মনে হয়েছিল, হয়ত এবার টেস্ট দলের দরজা খুলে যেতে পারে।
গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অধিনায়ক বিরাট কোহলি ও ধোনি তাঁকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আর সেই পরামর্শই তাঁকে টেস্ট দলে সুযোগ পেতে সাহায্য করেছে।
সিরাজ বলেছেন, গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে নির্বাচিত হওয়ার পর আমি কোহলি ভাইয়ের সঙ্গে কথা বলি। আমি খুব নার্ভাস ছিলাম। কোহলি বলেন, টেনশন করিস না, মাঠে কথা বলব। শুধু খেলার জন্য তৈরি থাকিস।
সিরাজ বলেছেন, কোহলির মতো ধোনিও তাঁকে প্রচুর সাহায্য করেন। ম্যাচের সময় ধোনি তাঁকে ব্যাটসম্যানের ফুটওয়ার্ক দেখে লাইন ও লেংথে বল করতে বলেন।
আগামী ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সৌরাষ্ট্রে প্রথম টেস্ট শুরু হবে ভারতের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement