IND vs ZIM, 2nd ODI Live Updates: পাঁচ উইকেটে জিম্বাবোয়েকে সহজেই মাত দিল ভারত
IND vs ZIM, 1st ODI, Harare Sports Club: দীপক চাহার গত ম্যাচে দুরন্ত পারফর্ম করার পরেই এই ম্যাচে মাঠে নামতে পারছেন না। তাঁর বদলে দলে এলেন শার্দুল ঠাকুর।

Background
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত যতই দ্বিতীয় সারির দল পাঠাক না কেন, ধারে ভারে টিম ইন্ডিয়াই সিরিজ জয়ের ক্ষেত্রে ফেভারিট। প্রথম ওয়ান ডেতে ভারতীয় দল তা হাতেনাতে প্রমাণও করে দেয়। কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজে ১-০ এগিয়ে যায়। আজ সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ (,IND vs ZIM 2nd ODI)।
প্রথম ওয়ান ডে ম্য়াচে ভারতের হয়ে নজর ছিল কামব্যাক ঘটানো রাহুল, দীপক চাহারদের (Deepak Chahar) দিকে। চাহার বলে হাতে নিজের কামব্যাকেই দুর্দান্ত পারফর্ম করেন। তিন উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা হন। একটানা সাত ওভার বল করে তাঁর ফিটনেস নিয়ে যে প্রশ্নচিহ্ন ছিল, তারও জবাব দিয়ে দেন ভারতীয় অলরাউন্ডার। তবে অধিনায়ক রাহুল ব্যাটই পাননি। জিম্বাবোয়েকে প্রথমে ১৮৯ রানে থামিয়ে রাখার পর ভারতীয় দলের দুই ওপেনারের দাপটে আর কোনও ব্যাটারকে ক্রিজে নামতেই হয়নি।
রাহুল ওপেন করবেন, এমন জল্পনা থাকলেও, শিখর ধবনের সঙ্গে ওপেন করতে নামেন তরুণ শুভমন গিল। শুভমন অপরাজিত ৮২ ও শিখর অপরাজিত ৮১ রান করেন। সামনেই এশিয়া কাপ তাই ম্যাচ প্র্যাক্টিস পাওয়ার জন্য রাহুল ওপেনিংয়ে এই ম্যাচে বদল ঘটান কি না, সেইদিকে নজর থাকবে। তবে দীপক চাহারেরর এই ম্যাচে মাঠে নামছেন না। রাহুল টসে জানান তিনি এই ম্যাচে খেলতে পারবেন না। এর বেশি কিছু ব্যাখা না দিলেও, সম্ভবত চাহার হালকা চোট পেয়েছেন। তার স্বাভাবিক বদলি হিসাবে এই ম্যাচে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর। প্রথম ওয়ান ডে থেকে ভারতীয় একাদশে বদল বলতে এই একটাই।
IND vs ZIM, 2nd ODI Live: পাঁচ উইকেটে জিতল ভারত
১৪৬ বল হাতে রেখে পাঁচ উইকেটে সহজেই ম্যাচ ও সিরিজ জিতে নিল ভারতীয় দল। স্যামসন ৪৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই ফিরলেন।
IND vs ZIM, ODI Live: ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন স্যামসন-হুডা
৯৭ রানে চার উইকেট হারানোর পর ভারতের হয়ে হাল ধরে নিয়েছেন স্যামনস ও দীপক হুডা। ইতিমধ্যেই দুইজনে ৪২ রান যোগ করে ফেলেছেন। ২২ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯/৪। জয়ের জন্য ভারতের আর মাত্র ২৩ রান প্রয়োজন।






















