IND W vs AUS W: ফিল্ডিং করার সময় সংঘর্ষে মাথায় চোট, ম্যাচ থেকেই ছিটকে গেলেন ভারতীয় ক্রিকেটার
BCCI Women: ওয়ান ডে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে হলে শনিবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারাতেই হবে।
মুম্বই: শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর লড়াই ভারতের মহিলা ক্রিকেট দলের (IND W vs AUS W)। ওয়ান ডে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখতে হলে শনিবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারাতেই হবে। আর সেই ম্যাচের মাঝপথে বড় ধাক্কা খেল ভারত।
ফিল্ডিং করার সময় সংঘর্ষে মাথায় চোট পেলেন ভারতের ক্রিকেটার স্নেহ রানা (Sneh Rana)। তাঁর পরিবর্তে কনকাসন সাব হিসাবে নামানো হল হার্লিন দেওলকে।
আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষ হয় স্নেহর। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। মাথায় যন্ত্রণা হচ্ছে বলেও জানান তিনি। মাঠ থেকেই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্নেহকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। হার্লিনের নাম পরিবর্ত হিসাবে জানিয়েও দেওয়া হয়।
ঘটনাটি অস্ট্রেলিয়া ইনিংসের ২৫তম ওভারের। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বেথ মুনির একটি কাট শট আটকানোর চেষ্টা করেন রানা। তিনি ফিল্ডিং করছিলেন শর্ট থার্ডম্যানে। বাঁদিকে দৌড়ে যান তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ডানদিকে দৌড়ে আসেন পূজা বস্ত্রকার। দুই ক্রিকেটারই মাঠে পড়ে যান। রানার মাথা ঠুকে যায় বস্ত্রকারের মাথায়। রানাকে তৎক্ষনাৎ মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। ফিজিও তাঁর মাথায় আইসপ্যাক দিতে থাকেন । তবে দু'ওভার পরে মাঠে ফেরেন তিনি।
সংঘর্ষের সময় মাত্র ৪ ওভার বল করেছিলেন রানা। মাঠে ফিরে তিনি ১০ ওভারের কোটা শেষ করেন। ৩৭তম ওভারে একটি উইকেটও নেন। সব মিলিয়ে ১০ ওভারে ৫৯ রানে ১ উইকেট নেন রানা।
গত সপ্তাহে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল ভারত। এই প্রথম অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন রানাই। তাঁর পরিবর্ত হিসাবে নামা দেওল স্পিন বোলিং করলেও মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংই করেন।
আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে