Ind vs Aus: দুরন্ত হরমনপ্রীত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল ভারত
IND-W vs AUS-W CGW 2022: ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়ার বোলারদের রীাতিমতো শাসন করলেন। যখন তিনি বোল্ড হয়ে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৩৪ বলে ৫২ রান।
বার্মিংহাম: অধিনায়ক হিসাবে ইতিহাস গড়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। প্রথমবার কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মহিলাদের ক্রিকেট। আর বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ম্যাচে ভারতের হয়ে টস করতে গিয়েছিলেন হরমনপ্রীত কৌর।
পরে ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত। অস্ট্রেলিয়ার বোলারদের রীাতিমতো শাসন করলেন। যখন তিনি বোল্ড হয়ে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৩৪ বলে ৫২ রান। স্ট্রাইক রেট ১৫২.৯৪। গোটা ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৫৪/৮। ম্যাচ জেতার জন্য অজি শিবিরের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হরমনপ্রীত কৌররা।
বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা ঝোড়ো গতিতে শুরু করেন। ১৭ বলে ২৪ রান করেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। শেফালি ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। ৩৩ বলে ৯টি বাউন্ডারি মেরে ৪৮ রান করেন তিনি। তবে রান পাননি ইয়াস্তিকা ভাটিয়া। ১২ বলে ৮ রান করে আউট হয়ে যান উইকেটকিপার-ব্যাটার।
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) July 29, 2022
52 from @ImHarmanpreet & 48 from @TheShafaliVerma propel #TeamIndia to a total of 154/8 on the board.
Over to our bowlers now!
Scorecard - https://t.co/cuQZ7NHmpB #AUSvIND #B2022 pic.twitter.com/DzxUqdFXz0
শেষ দিকে পরপর কয়েকটি উইকেট হারায় ভারত। রান পাননি জেমাইমা রডরিগেজ (১১), দীপ্তি শর্মা (১), হরলিন দেওল (৭)। মেঘনা সিংহ কোনও রান আউট না করে ফেরেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা জেস জোনাসেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মেগান স্কাট ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন ডার্সি ব্রাউন।
আরও পড়ুন: জয় দিয়ে বার্মিংহামে অভিযান শুরু করলেন মণিকা বাত্রারা