এক্সপ্লোর
Advertisement
মেলবোর্নে ইতিহাস রচনা কোহলি বাহিনীর, অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে ৪ টেস্টের সিরিজে তারা এগিয়ে গেল ২-১ ফলে। ৩৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ব্যাট করতে নেমে অজিদের দ্বিতীয় ইনিংস আজ ২৬১ রানে শেষ হয়ে যায়। ২ ইনিংসে ৯ উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা।
আজ পঞ্চম দিনের প্রথমার্ধ্ব ধুয়ে যায় বৃষ্টিতে। দ্বিতীয়ার্ধ্বে মধ্যাহ্নভোজের পরেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আজ ব্যাট করতে নামে ২৫৮ রানের মাথায়, হাতে ২ উইকেট। জয়ের জন্য দরকার ছিল ১৪১ রান কিন্তু টেল এন্ডারদের নিয়ে এই রানে পৌঁছনো অজিদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই স্বাভাবিকভাবেই অজি অনুরাগীদের প্রার্থনা ছিল, একটানা বৃষ্টি যাতে পঞ্চম দিন বল গড়ানো অসম্ভব হয়ে দাঁড়ায়। বৃষ্টি হয় ঠিকই কিন্তু তাতে খেলা শুরু খানিকটা পিছিয়ে যাওয়া ছাড়া আর কিছু হয়নি। মাত্র ২২ মিনিটে ৪.৩ ওভারেই শেষ দুটি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া।
ভারতের সামনে গতকাল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্স। আজ অবশ্য তিনি বেশিক্ষণ টিকতে পারেননি, বুমরার দ্বিতীয় ওভারে স্লিপে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তার আগে করে নিয়েছেন নিজের সেরা স্কোর ৬৩। পরের ওভারে ঈশান্ত শর্মার বাউন্সার সামলাতে না পেরে ঋষভ পন্থের হাতে ৭ রানের মাথায় ধরা পড়েন নাথান লিওন। ভারত ১৩৭ রানে জিতে নেয় তাদের দেড়শতম টেস্ট ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জশপ্রীত বুমরা, তিনি ২ ইনিংসে ৮৬ রানে তুলে নিয়েছেন ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট পান তিনি। রবীন্দ্র জাডেজাও দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৩ উইকেট পেয়েছেন, মহম্মদ সামির সংগ্রহ ৭১ রানে ২ উইকেট। অস্ট্রেলীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন টেল এন্ডার প্যাট কামিন্স, ৬৩।
অ্যাডিলেড টেস্টে জয়ের পরেও পার্থ টেস্টে হেরে গিয়ে সিরিজে ১-১ চলছিল ভারত-অস্ট্রেলিয়া। কিন্তু মেলবোর্নে আগাগোড়াই প্রাধান্য নিয়ে জয় পেল বিরাট কোহলি বাহিনী, ফলে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে সিডনি টেস্ট খেলতে নামবে তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement