(Source: Matrize)
Indian Hockey: হাড্ডাহাড্ডি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সুলতান অফ জোহর কাপ জিতল ভারত
Indian Hockey Team: ২০১৩ ও ২০১৪ সালে ভারতীয় দল এই বয়সভিত্তিক হকি টুর্নামেন্টটি জিতেছিল। পাঁচটি জোহর কাপের পর ফের একবার খেতাব ভারতের দখলে।
জোহর বাহরু: আট বছরের দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান ঘটল। মালয়েশিয়ার জোহর শহরে অনুষ্ঠিত সুলতান অফ জোহর কাপ হকি টুর্নামেন্টের (Sultan of Johor Cup hockey tournament) ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেতাব জিতে নিল ভারত (Indian Hockey Team)। নির্ধারিত সময়ে ম্যাচ ড্রয়ে শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে অজিদের ৫-৪ স্কোরলাইনে হারায় ভারতীয় জুনিয়র হকি দল।
নির্ধারিত সময়ে ড্র
ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়াই নিজেদের হাতে ম্যাচের রাশ ধরে রেখেছিল। তবে ভারতই ১৪ মিনিটের প্রথম গোলটি করে। সুদীপ ভারতকে ম্য়াচে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে আবার ভারত শুরুটা বেশি ভাল করলেও, গোল পায় অস্ট্রেলিয়া। ২৯ মিনিটে অস্ট্রেলিয়াকে ম্যাচে সমতায় ফেরান জ্যাক হল্যান্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধের শুরুটা দুই দলই একটু দেখেশুনে করে। ভারতকে ফের একবার লিড এনে দেওয়ার বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন সুদীপ। তবে বল জালে জড়াতে ব্য়র্থ হন তিনি। ম্যাচের শেষ কোয়ার্টারে জয়সূচক গোল পাওয়ার জন্য দুই দলই ঝাঁপিয়ে পড়ে। তবে নির্ধারিত সময়ে ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।
পেনাল্টি শ্যুট আউটেও প্রবল লড়াই চলতে থাকে। মোট নয়টি পেনাল্টির লাগে জয়ী নির্ধারণ করতে। শ্যুট আউটে দুই দল ৩-৩ শেষ করার পর, ম্য়াচ গড়ায় সাডেন ডেথে। সেখানেও শেষ পর্যন্ত সুদীপই ভারতের হয়ে জয়সূচক পেনাল্টিটি মারেন। ভারতের গোলরক্ষক শশিকুমার বেশ কয়েকটি ভাল ও গুরুত্বপূর্ণ সেভ করেন। ম্যাচ জেতে ভারত। এই নিয়ে তৃতীয়বার সুলতান অফ জোহর কাপ চ্য়াম্পিয়ন হল ভারতীয় দল। ২০১৩ ও ২০১৪ সালে ভারতীয় দল এই বয়সভিত্তিক হকি টুর্নামেন্টটি জিতেছিল। ২০১৯ সালে শেষ জোহরকাপ সহ মোট চারবার ভারতীয় দল ফাইনালে পৌঁছেও খেতাব জিততে ব্যর্থ হয়েছে।
পুরস্কার ঘোষণা
Hockey India has announced rewards of Rs. 2 lakh for each participant in the 10th Sultan of Johor Cup 2022, as well as a Rs. 1 lakh reward for each support staff member.
— Hockey India (@TheHockeyIndia) October 29, 2022
Congratulations, and well deserved. 👏 pic.twitter.com/j0mo7dKH4q
এবার দীর্ঘ অপেক্ষার পর ফের একবার জোহর কাপ ভারতের হাতে। প্রসঙ্গত, গত দুই বছর করোনার কারণে এই টুর্নামেন্ট হয়নি। ভারতীয় জুনিয়র দল এই খেতাব জয়ের পরেই বড় পুরস্কার ঘোষণা করা হয় তাদের জন্য। হকি ইন্ডিয়ার তরফে প্রতি খেলোয়াড়কে এই জয়ের জন্য দুই লক্ষ টাকা ও সাপোর্ট স্টাফদের এক লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়।
আরও পড়ুন: জিতলেই সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত, কোথায়, কখন দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচ?