এক্সপ্লোর
Advertisement
রোহিতের অসাধারণ ইনিংসের পর বুমরাহ-নবদীপের দুরন্ত বোলিং, পঞ্চম ম্যাচও জিতে সিরিজ হোয়াইটওয়াশ ভারতের
এই ম্যাচে খেলেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এদিন বিশ্রাম নেন।
মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচও জিতে সিরিজ হোয়াইটওয়াশ করল ভারত। ঘরের মাঠে লজ্জার হার কিউয়িদের। বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে টেস্ট খেলিয়ে কোনও দেশের বিরুদ্ধে ৫-০ ফলে টি-২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া। এই ম্যাচে খেলেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এদিন বিশ্রাম নেন। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা। কিন্তু তিনি চোটের জন্য ফিল্ডিং করতে না নামায় অধিনায়কত্ব করেন লোকেশ রাহুল। আগের ম্যাচের মতোই আজও বিশ্রামে ছিলেন পেসার মহম্মদ শামি। তা সত্ত্বেও ভারতের জয় আটকায়নি। ৭ রানে ম্যাচ জেতে ভারত। ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ। সিরিজের সেরা রাহুল।
Congrats #TeamIndia for a thrilling series victory with an impregnable win by 5-0. pic.twitter.com/nzIrfntPMT
— Jay Shah (@JayShah) February 2, 2020
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৬৩ রান করে ভারত। ওপেনার রাহুল এদিনও ভাল পারফরম্যান্স দেখান। তিনি ৩৩ বলে ৪৫ রান করে আউট হন। অপর ওপেনার সঞ্জু স্যামসন এদিনও ব্যর্থ। তিনি মাত্র ২ রান করেন। শিবম দুবেও ব্যর্থ হন। তিনি করেন মাত্র ৫ রান। তিন নম্বরে নামা রোহিত ৪১ বলে ৬০ রান করেন। কাফ মাসলে টান ধরায় তিনি ১৭-তম ওভারে অবসৃত হন। শ্রেয়স আয়ার ৩৩ রান করেন। তবে তিনি শেষের ওভারগুলিতে দ্রুত রান তুলতে ব্যর্থ হন। মণীশ পাণ্ডে করেন ৪ বলে ১১ রান।
Team India ???????? ????????????????
Well done to everyone @BCCI
— hardik pandya (@hardikpandya7) February 2, 2020
রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৭ রানের মধ্যে ফিরে যান মার্টিন গাপটিল (২), কলিন মুনরো (১৫) ও টম ব্রুস (০)। এরপর অবশ্য ভারতকে পাল্টা চাপে ফেলে দেন টিম সেইফার্ট ও রস টেলর। সেইফার্ট ৩০ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ১০ নম্বর ওভারে ৩৪ রান দেন শিবম দুবে। তবে ১৩ নম্বর ওভারে নবদীপ সাইনি সেইফার্টকে ফিরিয়ে দেওয়ার পরেই আবার ম্যাচ ভারতের দিকে ঢলে পড়ে। ১৪ নম্বর ওভারের শেষ বলে অবিশ্বাস্য ইয়র্কারে ড্যারিল মিচেলকে (২) ফিরিয়ে দেন বুমরাহ। ১৭ নম্বর ওভারে জোড়া উইকেট নেন শার্দুল ঠাকুর। এই ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে (৬) ফেরানোর পর পঞ্চম বলে তিনি ফেরান স্কট কাগেলেইনকে (০)। টেলর (৫৩) বেশ কিছুক্ষণ লড়াই করলেও, ১৮ নম্বর ওভারের প্রথম বলেই তাঁকে ফিরিয়ে দেন নবদীপ। এরপর ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা ছিল। ১৯ নম্বর ওভারের দ্বিতীয় বলে টিম সাউদিকে (৬) বোল্ড করে দেন বুমরাহ। শেষ ওভারে শার্দুলের বলে দু’টি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন ইশ সোধি। শেষ ২ বলে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। তবে ২০ নম্বর ওভারের পঞ্চম বলে রান পাননি সোধি। ফলে ম্যাচ জিতে যায় ভারত। ৯ উইকেটে ১৫৬ রান করে নিউজিল্যান্ড। বুমরাহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। নবদীপ ও শার্দুল দু’টি করে উইকেট নেন।
ভারতীয় দল- লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড দল- মার্টিন গাপটিল, কলিন মুনরো, টিম সেইফার্ট, রস টেলর, টম ব্রুস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, স্কট কাগেলেইন, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি ও হামিশ বেনেট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement