এক্সপ্লোর
Advertisement
IND vs PAK: ছোটদের হকি এশিয়া কাপেও 'চিরশত্রু' পাকিস্তানকে উড়িয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন ভারত
Junior Hockey Asia Cup Title: পাকিস্তানই চাপ তৈরি করেছিল ভারতের ওপর। তাঁদের সুফিয়ান খানের জোড়া গোল ও হান্নান শাহিদের গোলে ৩-১ ব্য়বধানে একটা সময় এগিয়ে গিয়েছিল পাকিস্তান জুনিয়র হকি দল
মাসকট: হকিতে ফের পাক বধ। এবার জুনিয়র এশিয়ান হকির ফাইনালে (Junior Hockey Asia Cup Final)। পাকিস্তানকে দেখলেই যেন বাড়তি উদ্দীপনা কাজ করে ভারতীয় ক্রীড়াবিদদের। ক্রিকেটের মত হকিতেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে একাধিপত্য বজায় রেখেছে ভারতীয় দল। জুনিয়র হকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ওমানের মাস্কটে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে পঞ্চমবারের জন্য খেতাব জিতে নিল ভারতের ছেলেরা।
ম্য়াচে অবশ্য প্রথমে পাকিস্তানই চাপ তৈরি করেছিল ভারতের ওপর। তাঁদের সুফিয়ান খানের জোড়া গোল ও হান্নান শাহিদের গোলে ৩-১ ব্য়বধানে একটা সময় এগিয়ে গিয়েছিল পাকিস্তান জুনিয়র হকি দল। কিন্তু সেখান থেকেই ভারতের জয়ের রাস্তা তৈরি করে দেন অরাইজিৎ সিংহ হুন্ডাল। একাই চার গোল করে পাকিস্তানের জয়ের আশায় জল ঢেলে দেন তিনি। ভারতের হয়ে আরও একটি গোল করেন দিলরাজ সিংহ।
প্রথমবার জুনিয়র এশিয়া হকি চ্যাম্পিয়নশিপের খেতাব ভারত জিতেছিল ২০০৪ সালে। এরপর থেকে ২০০৮, ২০১৫, ২০২৩ মরশুমেও খেতাব ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবারেরটা নিয়ে পঞ্চমবার হল। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের ঝুলিতে রয়েছে তিনবার জুনিয়র এশিয়া কাপ জয়ী।
View this post on Instagram
কিছুদিন আগেই মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় সিনিয়র মহিলা হকি দল। খেতাবি লড়াইয়ে চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই মুহূর্তে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলও ভারত। দলের জয়ের মুখ্য ভূমিকা নিলেন ফের দীপিকা। তাঁর গোলেই জয় নিশ্চিত করে নেয় ভারতের মহিলা হকি দল। খেলার তৃতীয় কোয়ার্টারে ৩১ মিনিটের মাথায় গোল করেন দীপিকা। এবারের টুর্নামেন্টে সর্বাধিক ১১ গোল করলেন দীপিকা। এর আগে ২০১৬ ও ২০২৩ সালে উইমেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছিল ভারত।
হকিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। অলিম্পিক্সের মঞ্চে টোকিও ও প্যারিসে পরপর দু বার ব্রোঞ্জ ঝুলিতে পুরেছে ভারতীয় পুরুষ হকি দল। মহিলারাও সমানে পাল্লা দিয়েছে পুরুষ দলকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement