এক্সপ্লোর
Advertisement
কুলদীপের চার উইকেট, ৩০০ রানে অলআউট অস্ট্রেলিয়া
ধর্মশালা: অভিষেক টেস্টেই কামাল করলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তাঁর ৪ উইকেটের সুবাদে ধর্মশালায় চতুর্থ টেস্টের প্রথম দিন ৩০০ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ করে দিল ভারত। শুরুটা ভাল করেও, বড় রান করতে পারল না অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ চলতি সিরিজে তৃতীয় শতরান করলেন। অর্ধশতরান করলেন ডেভিড ওয়ার্নার (৫৬) ও ম্যাথু ওয়েড (৫৭)। কুলদীপের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিলেন উমেশ যাদব। একটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও ভুবনেশ্বর কুমার।
পুরো ফিট না হওয়ায় এই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই ম্যাট রেনশকে (১) ফিরিয়ে দেন উমেশ। কিন্তু এরপর স্মিথ ও ডেভিড ওয়ার্নারের (৫৬) দাপটে চাপে পড়ে যায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় অসিদের রান ছিল ১ উইকেটে ১৩১। তবে দ্বিতীয় সেশনের শুরু থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। কুলদীপ একে একে ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব (৮) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (৮) ফিরিয়ে দেন। শন মার্শকে (৪) ফিরিয়ে দেন উমেশ। রান আউট হন স্টিভ ও'কিফ (৮)। চা পানের বিরতিতে স্টিভ স্মিথের দলের স্কোর ছিল ৬ উইকেটে ২০৮। ওয়েড লড়াই করছিলেন। তবে শেষপর্যন্ত তাঁকে ফিরিয়ে দেন জাডেজা। এরপরেই অস্ট্রেলিয়ার প্রতিরোধ শেষ হয়ে যায়।
চলতি সিরিজে অসাধারণ ফর্ম বজায় রেখে এই ম্যাচেও শতরান করলেন স্মিথ। কিন্তু শেষপর্যন্ত ১১১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এই ম্যাচে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কুলদীপের পাশাপাশি উমেশ যাদব, অশ্বিনও দারুণ বোলিং করছে্ন। ফলে দ্রুত অসিদের প্রথম ইনিংসে অলআউট করতে পারল ভারত।
কুলদীপ, উমেশরা নিজেদের কাজটা ভালভাবেই করেছেন। এবার বিরাটহীন ভারতীয় ব্যাটিং লাইনআপের পরীক্ষা। আজ এক ওভার ব্যাট করেছে ভারত। মুরলী বিজয় ও লোকেশ রাহুল কোনও রান করতে পারেননি। কাল সকাল থেকে তাঁদের আসল লড়াই শুরু হবে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান টপকে বড় লিড নিতে পারলে সিরিজ জয়ের দিকে এগিয়ে যাবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement