এক্সপ্লোর
৫২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ভারতের, তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ২৩/০

ছবি সৌজন্যে ট্যুইটার
নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে ভারতীয় দলের দরকার ১০ উইকেট। হাতে আছে দু’দিন। হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামিরা প্রথম ইনিংসের মতো পারফরম্যান্স দেখাতে পারলে ভারতের সহজেই জিতে যাওয়ার কথা। ক্রিকেটপ্রেমীরা সেই আশাই করছেন। সোমবার তৃতীয় দিন ৭ উইকেটে ৩৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। লিড ৫২০ রানের। অধিনায়ক বিরাট কোহলি করেন ১০৩ রান। চেতেশ্বর পূজারা (৭২) ও হার্দিক (৫২ অপরাজিত) অর্ধশতরান করেন। এছাড়া ওপেনার শিখর ধবন (৪৪) ও লোকেশ রাহুল (৩৬) ভাল ব্যাটিং করেন। অজিঙ্কা রাহানে ২৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ তিন উইকেট নেন। ৫২১ রানের টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৩। অ্যালেস্টার কুক ৯ ও কিটন জেনিংস ১৩ রানে অপরাজিত। মঙ্গলবার খেলার শুরু থেকেই পরপর উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য থাকবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















