FIH Hockey5s Womens World Cup: দুবার পিছিয়ে পড়েও নাটকীয় জয় ভারতের মহিলা হকি দলের, হাতে ফাইনালের টিকিট
Hockey News: নিউজ়িল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা। ভারতীয় মহিলা হকি দলের দাপটের সামনে উড়ে গেল ফের এক কঠিন প্রতিপক্ষ। ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।
মাসকট: নিউজ়িল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা। ভারতীয় মহিলা হকি দলের দাপটের সামনে উড়ে গেল ফের এক কঠিন প্রতিপক্ষ। ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।
আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত ফাইভ এস মহিলাদের হকি বিশ্বকাপের (FIH Hockey5s Womens World Cup) ফাইনালে উঠল ভারত। ওমানের মাসকটে শুক্রবার সেমিফাইনালে ভারত ৬–৩ গোলে হারায় দক্ষিণ আফ্রিকাকে। ভারতের হয়ে গোল করেন অক্ষতা আবাসো ঢেকালে, মারিয়ানা কুজুর, মুমতাজ খান, রুতুজা দাদাসো পিসাল, জ্যোতি ছেত্রী এবং আজিমা কুজুর। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন তেসওয়ান ডে লা রে, টনি মার্কস এবং ডিরকি চেম্বারলেন। ভারত রবিবার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি।
এদিন শুরু থেকে রক্ষণের ওপর জোর দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবু ৫ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় তারাই। তবে অক্ষতার গোলে দ্রুত সমতা ফেরায় ভারত। যদিও ভারতের স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, ৮ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এবার গোল করেন টনি মার্কস। যদিও ফের সমতা ফেরায় ভারতীয় দল। এবং সেটাও কালক্ষেপ না করে। মারিয়ানা কুজুরের রকেট শটে সমতা ফেরায় ভারত। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত ৬-৩ গোলে জয় ছিনিয়ে নেয় ভারত।
হকি ফাইভ এস বিশ্বকাপে আগের ম্যাচেও দুরন্ত জয় পেয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা হকি দল। তারপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কোয়ার্টার ফাইনালে প্রথম গোলটি অবশ্য এসেছিল কিউয়ি দলের তরফে। ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় নিউজ়িল্যান্ড। জবাবে ১৫ সেকেণ্ডের মধ্যেই ভারতের হয়ে গোলশোধ করেন দীপিকা।
এরপর ধারাবাহিক ভাবে গোল করতে থাকে ভারতীয় দল। ৯ মিনিটের মাথায় গোল করেন রুতুজা। ১০ ও ১১ মিনিটের মাথায় মুমতাজ গোল করেন। এরপর ১৩ ও ১৪ মিনিটের মাথায় মারিয়ানা কজুর গোল করেন। খেলার হাফ টাইমে ৬-১ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর ২২ মিনিটে রুতুজা ফের গোল করেন। ২৫ মিনিটের মাথায় দীপিকা সোরেং গোল করেন। রুতুজা ২৬ ও ২৮ মিনিটে ফের গোল করেন। ভারতীয় দলের ফরোয়ার্ডরা বারবার প্রতিবক্সের বক্সে হানা দিচ্ছিলেন। অন্যদিকে বারবার আক্রমণের চেষ্টা করেও আর গোলমুখ খুলতে পারেনি নিউজ়িল্য়ান্ডের ফরওয়ার্ডারা। ভারতীয় দলও আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ১১-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে হকি ফাইভ এস বিশ্বকাপের সেমিতে চলে গিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। এবার পৌঁছে গেল ফাইনালেও।
আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে