এক্সপ্লোর
দু ম্যাচ বাকি থাকতেই কাল সিরিজ জয়ের লক্ষ্যে ভারত
![দু ম্যাচ বাকি থাকতেই কাল সিরিজ জয়ের লক্ষ্যে ভারত India Eye Series Win Sri Lanka Seek Revival দু ম্যাচ বাকি থাকতেই কাল সিরিজ জয়ের লক্ষ্যে ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/26163346/926.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পাল্লেকেলে: দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে চাপের মুখেও যেভাবে জয় এসেছে, তাতে বিরাট কোহলির দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ফলে কালও জয়ের বিষয়ে আশাবাদী টিম ইন্ডিয়া। অন্যদিকে, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে মরিয়া।
দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়। তিনি ৬ উইকেট নেন। ১৩১ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেই অবস্থা থেকে দলকে জয় এনে দেন মহেন্দ্র সিংহ ধোনি ও ভুবনেশ্বর কুমার। ধনঞ্জয়ের প্রশংসা করেও ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর বলেছেন, তাঁরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন। গত ম্যাচ দলের কাছে শিক্ষার। ২০১৯ বিশ্বকাপের আগে আগামী ১৮ মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে দল।
শ্রীলঙ্কার একদিনের দলের অধিনায়ক উপুল থরঙ্গা মন্থর ওভার রেটের জন্য দু ম্যাচ সাসপেন্ড হয়েছেন। ফলে আগামীকাল শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চামারা কাপুগেদেরা। তাঁর দাবি, দল যেভাবে খেলছে তাতে সবাই আত্মবিশ্বাসী। গত ম্যাচে দল দারুণ খেলেছে। তাঁরা বিশ্বাস করেন, ভারতকে হারাতে পারবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)