এক্সপ্লোর
হকিতে পাকিস্তানকে ৬-১ চূর্ণ করল ভারত

ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: বিশ্ব হকি লিগ সেমিফাইনালে ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। এর আগে লিগ পর্যায়ের ম্যাচে ৭-১ গোলে জয় পেয়েছিল ভারত। আজ পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণের ম্যাচে পাকিস্তানকে ৬-১ গোলে বিধ্বস্ত করলেন রমনদীপ সিংহ, আকাশদীপ সিংহরা। জোড়া গোল করেছেন রমনদীপ ও আকাশদীপ। একটি করে গোল হরমনপ্রীত সিংহ ও মনদীপ সিংহ। পাকিস্তানের পক্ষে ব্যবধান কমান আজাজ আহমেদ। এই জয়ের পর আগামীকাল কানাডার বিরুদ্ধে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনের ম্যাচ খেলবে ভারত। গত ম্যাচের মতো আজও শুরু থেকেই ছিল ভারতের আধিপত্য। আট মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রমনদীপ। ১২ মিনিটে ব্যবধান বাড়ান আকাশদীপ। তিনি ২৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। পরের মিনিটেই ব্যবধান বাড়ান রমনদীপ। ৩৬ মিনিটে পঞ্চম গোল করেন হরমনপ্রীত। এরপর ৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একমাত্র গোল করেন আজাজ। ৫৯ মিনিটে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন মনদীপ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















