এক্সপ্লোর
Advertisement
India in Australia: কাল সমতা ফেরানোর লড়াই, বিরাটের টিমে দারুণ সব ট্যালেন্ট, কিন্তু একটা ধোনি চাই, বললেন মাইকেল হোল্ডিং
মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসারের মত, অধিনায়ক কোহলির টিমে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজনকে চাই, বিশেষত বড় রান তাড়া করার ক্ষেত্রে।
নয়াদিল্লি: গতকালের সিডনির প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬৬ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে রবিবার ফের নামছে বিরাট বাহিনী। শুক্রবার ৩৭৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করে ভারত থেমে যায় ৩০৮ রানে, ৮ উইকেট খুইয়ে। হার্দিক ৯০, শিখর ধবন ৭৪ রান তুলে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটের জুটিতে ১২৮ রান ওঠে। কিন্তু হার্দিক ফিরে যেতেই কার্যত লড়াই শেষ। এই প্রেক্ষাপটেই মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসারের মত, অধিনায়ক কোহলির টিমে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজনকে চাই, বিশেষত বড় রান তাড়া করার ক্ষেত্রে।
তিনি বলেছেন, ভারতের কয়েকজন দারুণ প্লেয়ার আছে, কিন্তু আমি নিশ্চিত, কোহলির টিমকে ধোনির না-থাকায় উদ্ভূত পরিস্থিতিতে পড়তে হবে। আমরা জানি, ধোনি ইনিংসের মাঝপর্বে নেমে রানের পিছনে দৌড়নোর কাজটা সামলাত। ধোনি টিমে থাকার সময় ভারত রান তাড়া করতে চমত্কার ভাবে। টসে জিতেও বিপক্ষকে প্রথমে ব্য়াটিং করতে পাঠাতে কখনও ভয় পেত না কেননা ওরা জানত ধোনি কী করতে পারে। ভারতের এখনকার ব্য়াটিং লাইন আপে দারুণ ট্যালেন্ট আছে, কয়েকজন ব্যাটসম্যানের দারুণ স্ট্রোকপ্লে দেখেছি। কিন্তু তারপরও বলব, ধোনির মতো একজন প্লেয়ার চাই ওদের। শুধু ধোনির স্কিল নয়, ওর চরিত্রের দৃঢ়তা।
তিনি আরও বলেছেন, ভারত রান তাড়া করার বেলায় কোনও সময়েই আমরা ধোনিকে আতঙ্কে ভুগতে দেখিনি।ও রান তাড়া করার দৌড়টা এত দারুণ ভাবে চালায় কেননা ও নিজের ক্ষমতাটা জানে, কী করে টার্গেটের পিছনে ছুটতে হয়, সেটাও জানে। ও-র সঙ্গে যে-ই ব্যাটিং করুক, ও সবসময় তাদের সাহায্য করে, আলোচনা করে। ভারতের চমত্কার ব্যাটিং লাইনআপ, কিন্তু রান তাড়া করার সময় ব্যাট হাতে ধোনি এক বিশেষ মানুষ।
গতকালের ম্য়াচে কোভিড-১৯ পর্ব কাটিয়ে ২২ গজে ফিরে ভারতীয় বোলারদের অভিজ্ঞতা মোটেই সুখকর হল না। অধিনায়ক অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথের জোড়া শতরান, ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরি, আর সব শেষে গ্লেন ম্য়াক্সওয়েলের মারকুটে ইনিংস-বিধ্বস্ত করে দেয় ভারতীয় বোলিংকে। ফিঞ্চ করেন ১২৪ বলে ১১৪, স্মিথ ৬৬ বলে ১০৫।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement