এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে এক রানে হার ভারতের
ফ্লোরিডা: টি-২০-র ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হল ভারতকে। মাত্র এক রানে হেরে গেল মহেন্দ্র সিংহ ধোনির দল। ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের জবাবে ২৪৪ রানেই থেমে গেল ভারত।
এই হারের একটি কারণ যদি হয় টসে জিতেও ধোনির ফিল্ডিং নেওয়া, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই লোকেশ রাহুলকে চার নম্বরে ব্যাট করতে নামানো। রাহুলই এদিনের সেরা ব্যাটসম্যান। তিনি দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ধোনির বিখ্যাত ভাগ্য এদিন কাজ করল না। ম্যাচ ফিনিশ করার সুযোগ পেয়েও তিনি দলকে জেতাতে পারলেন না। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮ রান। কিন্তু চারটি বল খেলেও সেই রান তুলতে পারলেন না ধোনি। উল্টে শেষ বলে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি।
বিশাল রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার রোহিত শর্মা (৬২) ও অজিঙ্ক রাহানে (৭) ঝুঁকি না নিয়ে ব্যাকরণ মেনে শট খেলেই দ্রুত রান তোলার দিকে নজর দেন। বেশি রান রোহিতই করছিলেন। তবে তাঁদের জুটি জমে ওঠার আগেই আন্দ্রে রাসেলের বলে থার্ডম্যান বাউন্ডারিতে অবিশ্বাস্য ক্যাচে রাহানেকে ফিরিয়ে দেন ডোয়েন ব্র্যাভো।
টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (১৬) নেমেই বাউন্ডার মেরে দারুণ শুরু করেছিলেন। কিন্তু তিনি ব্র্যাভোর বলে বিশ্রীভাবে আউট হয়ে যান। লেগ স্ট্যাম্পের অনেক বাইরে কাঁধের উপরের বল হুক করতে গিয়ে উইকেটকিপারের হাতে তুলে দেন কোহলি। দলের রান তখন ৪.৪ ওভারে ৪৮।
কোহলি ফিরে যাওয়ার পর ব্যাট করতে নামেন রাহুল (১১০ অপরাজিত)। তাঁর সঙ্গে রোহিতের জুটি জমে ওঠে। দ্রুত রান তুলতে থাকে ভারত। কিন্তু কিয়েরন পোলার্ডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে চার্সলের হাতে ধরা পড়ে যান রোহিত। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন ধোনি (৪৩)। ‘ক্যাপ্টেন কুল’ ও রাহুল ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন। রাহুল মাত্র ৪৬ বলে শতরান করেন। ধোনিও দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
এদিন টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান ধোনি। তাঁর এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ক্রিস গেইল না থাকলেও, টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় ছিল না। শুরু থেকেই একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি দেখে উল্লসিত হয়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকরা।
ক্যারিবিয়ানদের দুই ওপেনার জনসন চার্লস (৭৯) এবং এভিন লুইসের (১০০) খুনে মেজাজের সামনে ভারতের বোলারদের অবস্থা অসহায় হয়ে যায়। সবচেয়ে খারাপ অবস্থা ছিল স্টুয়ার্ট বিনির। তিনি এক ওভারে ৩২ রান দেন।
৪.১ ওভারেই ৫০ রান পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিজ। ১০০ হয় ৭.৪ ওভারে। ১০.৩ ওভারেই ১৫০ হয়ে যায়। ২০০ রান ওঠে ১৫.১ ওভারে। তবে এরপরেই লুইস আউট হয়ে যান। তিনি ফিরে যাওয়ার পর বাকি ব্যাটসম্যানরা বেশি রান করতে পারেননি।
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ওভারপিছু ৯ রান দিয়েছেন। তবে উইকেট পাননি। দু উইকেট করে নিয়েছেন যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামি একটি উইকেট নেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement