আইসিসি টেস্ট র্যাঙ্কিং: শীর্ষস্থান ধরে রাখল ভারত, পিছলো অস্ট্রেলিয়া
দুবাই: আইসিসি টেস্ট দলের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ভারত। এক ধাপ পড়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কায় গিয়ে বিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ দখল করে বিরাট-বাহিনী। তারই প্রতিফলন দেখা গিয়েছে সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে।
এদিন আইসিসি প্রকাশিত টেস্ট দলের ক্রমতালিকায় ১২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। ১১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০৫ পয়েন্টে তৃতীয় ইংল্যান্ড।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তালিকায় চার নম্বরে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু, দু টেস্টের সিরিজ ১-১ ড্র হওয়ায় এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেল স্মিথ-বাহিনী। অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ৯৭। কিন্তু, দশমিক ভগ্নাংশের বিচারে তারা নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে।
অন্যদিকে, ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ জিতে পাঁচ পয়েন্ট পেল বাংলাদেশ। তাদের বর্তমান পয়েন্ট ৭৪। তালিকায় তারা ন’নম্বরে।