Jasprit Bumrah: অক্টোবরে আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য মনোনীত বুমরা
ICC Player of the Month: তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক (Quinton De Cock) ও নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র
দুবাই: আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অক্টোবর মাসের জন্য মনোনীত হলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় পেসারের সঙ্গে আরও ২ প্লেয়ারের নাম মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক (Quinton De Cock) ও নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)।
আইসিসির তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গত অক্টোবর মাসে প্লেয়ারদের পারফরম্যান্সের বিচার করে তিনজন প্লেয়ারের নাম মনোনীত করেছে আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থের জন্য।'' উল্লেখ্য, বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরা। প্রতি ম্যাচেই ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন। পাওয়ার প্লে-তে উইকেটে নিয়েছেন। চোটের পর এশিয়া কাপের মঞ্চে ফেরার পর থেকে চেনা বুমরাকেই পাওয়া গিয়েছে ২২ গজে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র ৩.৯১ ইকনমি রেটে ১৪টি উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ডানহাতি এই পেসার।
অন্যদিকে ডি কক চলতি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে ব্যাট হাতে এখনও পর্যন্ত সর্বাধিক ৪টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচ ছাড়া প্রায় সব ম্য়াচেই সফল প্রোটিয়া উইকেট কিপার ব্য়াটার। বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের বিশাল ইনিংস খেলেছেন। চলতি বিশ্বকাপে ডি ককের ব্যাট থেকে এসেছে ৭১-র ওপর গড়ে ৪৩১ রান এখনও পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমির টিকিট পাকা করে ফেলেছে। বিশ্বকাপে তাদের আসন্ন ম্যাচগুলোতেই ডি ককের ব্যাট কথা বলবে, এমনটাই আশা করছেন সবাই।
নিউজিল্যান্ড শিবিরের চলতি বিশ্বকাপের অন্য়তম আবিষ্কার রাচিন রবীন্দ্র। তরুণ অলরাউন্ডার। মূলত ওপেনে নামেন। আর ব্য়াট হাতে একের পর এক ম্য়াচে দর্শীয় শট খেলে ও তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। মাত্র ২৩ বছর বয়সেই যে ছাপ বিশ্ব ক্রিকেটে রেখেছেন রাচিন, তা সত্যিই প্রশংসনীয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচ জেতানো ৯৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবারের ওয়ান ডে বিশ্বকাপ। মোট ১০টি অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম দু দল হিসেবে সেমির টিকিট পাকা করলেও এখনও পর্যন্ত পরের দুটো দল কে হবে, তা নিয়ে লড়াই চলছে। অন্যদিকে নেদারল্যান্ড, বাংলাদেশের মত দলগুলো বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে।