India vs Italy: বিরাট ধাক্কা ভারতের জুনিয়র মহিলা ফুটবল দলের, ইতালির কাছে ৭-০ গোলে হার
Football News: আসন্ন ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের শক্তি বুঝে নেওয়ার জন্যই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল ভারত।
নয়াদিল্লি: ইতালি (Italy vs India) যে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ, বলার অপেক্ষা রাখে না। সেই ইতালির অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলের দলের কাছে বিধ্বস্ত হতে হল ভারতকে।
অক্টোবর-নভেম্বর মাসে ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের (FIFA U17 World Cup for women) আয়োজন করবে। সেখানেই খেলতে দেখা যাবে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলকে। আসন্ন ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিজেদের শক্তি বুঝে নেওয়ার জন্যই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল ভারত। ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল দুটি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতালি এবং নরওয়েতে সফর করছে।
বুধবার ইতালিতে ষষ্ঠ টর্নিও মহিলা ফুটবল টুর্নামেন্ট খেলতে নেমেছিল ভারত। গ্র্যাডিসকা ডি'লসনজো স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হয়েছিল ভারতের তরুণীরা। তবে সেই পরীক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হল ভারতীয় দল। এদিনের ম্যাচে ইতালির বিরুদ্ধে ৭-০ ব্যবধানে হারল ভারত।
ম্যাচের ১১ মিনিটেই প্রথম গোল হজম করে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। ইতালির হয়ে গোল করেন মারিয়া রোসি। ম্যাচের ২১ মিনিটেই ব্যবধান দ্বিগুন করার সুযোগ ছিল ইতালির কাছে। তবে ম্যাচের ৩১ মিনিটে আনা লঙ্গোবার্ডির গোলে ব্যবধান বাড়ায় ইতালি। ম্যাচের ৩৩ মিনিটেই ০-৩ পিছিয়ে গিয়েছিল ভারত। এবারের গোলটি করেছিলেন দ্রাগোনি। ম্যাচের প্রথামার্ধ ৩-০ গোলে এগিয়ে ছিল ইতালি। ভারতের সামনে যে অগ্নিপরীক্ষা অপেক্ষা করে রয়েছে, তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল তখনই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ৪-০ করে ইতালি। তবে এখানেই শেষ নয়, এর ছয় মিনিটের মধ্যেই আরও দুটি গোল হজম করে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দল। ম্যাচের ৫৬ মিনিটে হাফ ডজন গোল হজম করে ফেলেছিল ভারত। ম্যাচের ৬৭ মিনিটে মার্তা জাম্বোনির গোলে ৭-০ করে ইতালি। গোলের মুখ খুলতে পারেনি ভারতের তরুণীরা। ৭-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা। এই টুর্নামেন্টে ভারত, ইতালি ছাড়াও চিলি এবং মেক্সিকোও অংশ নিয়েছে।
আরও পড়ুন: বন্ধুর জন্মদিনে কেক কেটে খাওয়ালেন ধোনি, দেখুন ভাইরাল ভিডিও