এক্সপ্লোর
পাকিস্তান থাকায় সুলতান অফ জোহর কাপ খেলবে না ভারত
নয়াদিল্লি: পাকিস্তানের উপস্থিতির কারণে টানা দ্বিতীয়বার সুলতান অফ জোহর কাপে খেলবে না ভারত। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ার এই প্রতিযোগিতা আমন্ত্রণমূলক। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনার জন্য পাকিস্তান ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কোনও সিরিজে না খেলার সিদ্ধান্তে অনড় ভারত। সেই সিদ্ধান্ত অনুযায়ীই সুলতান অফ জোহর কাপে যোগ দিচ্ছে না ভারত।
হকি ইন্ডিয়ার মুখপাত্র আর পি সিংহ বলেছেন, ‘হকি ইন্ডিয়া ও খেলোয়াড়রা ২০১৪ সালের বেদনাদায়ক ঘটনা ভুলে এগিয়ে যেতে চাইছে। কিন্তু সম্প্রতি পাকিস্তানের হকি ফেডারেশন ভারতে অনুষ্ঠিত হওয়া জুনিয়র বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে পাক হকি ফেডারেশন। সেই কারণেই সুলতান অফ জোহর কাপ থেকে নাম তুলে নিয়েছে ভারত। ২০১৪ সালের ঘটনার জন্য পাকিস্তান নিঃশর্তভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে খেলবে না ভারত।’
সুলতান অফ জোহর কাপ অনূর্ধ্ব-২১ প্রতিযোগিতা। ২০১৫ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে তারপর থেকেই এই প্রতিযোগিতায় খেলছে না ভারত। এবারও এই প্রতিযোগিতায় নেই ভারতীয় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement