India Tour of England: ইংল্যান্ডে পাড়ি দিলেন বিরাট, পূজারারা, রোহিত কোথায়?
IND vs ENG: রোহিত শর্মার নেতৃত্বে সেখানে একটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। এই মুহূর্তে পন্থের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত।
![India Tour of England: ইংল্যান্ডে পাড়ি দিলেন বিরাট, পূজারারা, রোহিত কোথায়? India Tour of England: Virat Kohli, Cheteshwar Pujara and other Test squad members leave for England India Tour of England: ইংল্যান্ডে পাড়ি দিলেন বিরাট, পূজারারা, রোহিত কোথায়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/b1e505336a981c8b8197375ca0cc3947_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ইংল্যান্ড সফরে উড়ে গেল ভারতীয় টেস্ট দল (India Test Team)। বিরাট, পূজারা, শামি সহ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে বিমান পাড়ি দিল যুক্তরাষ্ট্রে। আগামী ১ জুলাই থেকে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের তরফে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যায়নি ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
গত বছর ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু শেষ টেস্টের আগেই ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়ায় শেষ পর্যন্ত সিরিজ বাতিল করা হয়। এবার সেই একটি মাত্র টেস্ট খেলবে টিম ইন্ডিয়া আগামী ১ জুলাই। এছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ২ দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে। ওয়ান ডে সিরিজ শুরু হবে ১২ জুলাই।
View this post on Instagram
রোহিত নেই ছবিতে
আসন্ন সফরে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে রোহিত শর্মাকে। এখন তিনিই জাতীয় দলের তিন ফর্ম্য়াটেই অধিনায়ক। তবে এদিন বিসিসিআই যে ছবি পোস্ট করেছে, তাতে দেখা মেলেনি রোহিতের। তা নিয়েই সবার কৌতূহল ছিল তুঙ্গে। পন্থ, শ্রেয়স আইয়ারদের মত তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডেও তিনি নেই। তাহলে? সূত্রের খবর, ব্যক্তিগত কিছু কারণে রোহিত যাননি। তবে দ্রাবিড়, পন্থদের সঙ্গে হয়ত যাবেন তিনি। সেক্ষেত্রে ২০ তারিখ বিমান ধরতে পারেন রোহিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)