(Source: Poll of Polls)
India U19 beats UAE U19: হরনূরের শতরান, সংযুক্ত আরব আমিরশাহিকে ১৫৪ রানে হারাল অনূর্ধ্ব১৯ ভারতীয় দল
India U19 beats UAE U19: ম্যাচে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ (india u19) দল। ভারতের হয়ে দুরন্ত শতরান হাঁকালেন হরনূর সিংহ।
দুবাই: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় অনূর্ধ্ব১৯ দলের। বয়সভিত্তিক এশিয়া কাপের (asia cup) ম্যাচে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ (india u19) দল। ভারতের হয়ে দুরন্ত শতরান হাঁকালেন হরনূর সিংহ। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২৮২ রান তুলে নেয় অনূর্ধ্ব১৯ ভারতীয় দল। ১৩০ বলে ১২০ রানের ইনিংস খেলেন হরনূর। যশ ঢুল ৬৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন রাজবর্ধন হাঙ্গারগেকার। দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে খেলতে নেমে ভারতের ব্যাটিং আক্রমণকে আটকাতে ৯ জন বোলারকে ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু তবুও তারা থামাতে পারেনি ভারতের ব্যাটিং ঝড়।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের হয়ে হাঙ্গারগেকার তিনটি এবং গারভ সাংওয়ান, ভিকি ওসওয়াল এবং কৌশল তাম্বলে দুটি করে উইকেট নেন। আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে ভারত।
এদিকে, দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে টেস্ট সিরিজেই কী মহন্দ্রে সিংহ ধোনিকে টপকে যাবেন ঋষভ পন্থ (rishabh pant)? উইকেটকিপার হিসেবে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে দিল্লির এই তরুণ উইকেট কিপার। এখনও পর্যন্ত টেস্টে জাতীয় দলের উইকেট কিপার হিসেবে পন্থের ঝুলিতে রয়েছে ৯৭টি শিকার। তার মধ্যে রয়েছে ৮৯ ক্যাচ ও ৮টি স্টাম্পিং। আর মাত্র ৩টি শিকার করতে পারলেই ভারতীয় উইকেট কিপার হিসেবে দ্রুততম ১০০ শিকারের মালিক হবেন তিনি। সেক্ষেত্রে তিনি টপকে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (mahendra sing dhobi)। ধোনি ৩৬ ম্যাচে ১০০ শিকারের মালিক হয়েছিলেন। তিনিই এখনও পর্যন্ত দ্রুততম একশো শিকারের মালিক।