এক্সপ্লোর
Advertisement
India v Australia: করোনা আবহেও স্মিথ-কোহলি দ্বৈরথ নিয়ে তুঙ্গে উন্মাদনা, ৬টি ওয়ান ডে ও টি-টোয়েন্টির মধ্যে ৫টির টিকিট শেষ!
India tour to Australia: করোনা আবহেও বিরাট কোহলি-স্টিভ স্মিথের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে ৩টি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালেই যে ৬টি ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট নিঃশেষ হয়ে গেল।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘সিডনি ও মানুকা ওভালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় এক দিনের ম্যাচের টিকিট শেষ। মানুকা ওভালে হতে চলা টি-টোয়েন্টি ও সিডনিতে হতে চলা ২ টি-টোয়েন্টিরও টিকিট বিক্রি হয়ে গিয়েছে’। শুধু সিডনিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের কিছু টিকিট পড়ে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘২৭ নভেম্বরের প্রথম এক দিনের ম্যাচের প্রায় ১৯০০ আসন এখনও রয়েছে’।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে, সিডনি ও মানুকা ওভালের দর্শকাসনের অর্ধেক ভর্তি থাকবে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা অ্যান্থনি ইভেরার্ড বলেছেন, “ভারত ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা লড়াই। এটা একটা দুর্দান্ত সিরিজ হতে চলেছে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে মানুষের মধ্যে এত আগ্রহ দেখে দারুণ লাগছে। এখন প্রথম এক দিনের ম্যাচের অল্প কয়েকটা টিকিট শুধু বাকি রয়েছে।”
করোনা আবহেও বিরাট কোহলি-স্টিভ স্মিথের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement