India v England 2021: “পিচের জন্য নয়, ভারত ভাল খেলেছে, জিতেছে, সিম্পল”
পিচ নিয়ে প্রশ্ন উড়িয়ে দিলেন ইংল্যান্ডেরই প্রবাদপ্রতিম ক্রিকেটার স্যর জেফ বয়কট। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, পিচ নয়, ভারত জিতেছে ভাল ক্রিকেট খেলে।
![India v England 2021: “পিচের জন্য নয়, ভারত ভাল খেলেছে, জিতেছে, সিম্পল” India v England 2021: Geoffrey Boycott says England had first choice of surface; hosts were better India v England 2021: “পিচের জন্য নয়, ভারত ভাল খেলেছে, জিতেছে, সিম্পল”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/27/1dba5f48afb877d15fc8c1a6a67deb32_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুদিনের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এবং বিরাট কোহলি ব্রিগেডের কাছে ১০ উইকেটে ম্যাচ হারতে হয়েছে ইংল্যান্ডকে। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই বাইশ গজ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মোতেরার পিচ কি খেলার উপযুক্ত ছিল?
যদিও পিচ নিয়ে প্রশ্ন উড়িয়ে দিলেন ইংল্যান্ডেরই প্রবাদপ্রতিম ক্রিকেটার স্যর জেফ বয়কট। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, পিচ নয়, ভারত জিতেছে ভাল ক্রিকেট খেলে।
ট্যুইটারে এক ভক্ত বয়কটকে প্রশ্ন করেছিলেন, স্যর, আমদাবাদের পিচ নিয়ে কিছু বলবেন? জবাবে বয়কট লেখেন, ‘কী ধরনের উইকেট তৈরি করতে হবে তা নিয়ে কোনও নিয়ম নেই। তবে উইকেট প্রথম ব্যবহার করার সুবিধা তো আমরাই পেয়েছিলাম। ভারত আমাদের চেয়ে ভাল খেলেছে। সেটাই একমাত্র কারণ।’
মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্ট দুদিনেই শেষ হয়ে যায়। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। গোলাপি বলের টেস্টে প্রথম দিনে ব্যাট করতে নেমে ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৯৯ রান। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৪৬ রানে ভারতের শেষ সাত ব্যাটসম্যান আউট হয়ে যান। রোহিত শর্মা সর্বাধিক ৬৬ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতের স্পিন আক্রমণের সামনে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে এটাই টেস্টের কোনও ইনিংসে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। তারপরই শুরু হয় আমদাবাদের পিচ নিয়ে বিতর্ক। তবে সব বিতর্কে জল ঢাললেন ইংল্যান্ডেরই প্রাক্তন তারকা। চলতি সিরিজের শেষ টেস্টে জিতলে বা ড্র করলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত। এই টেস্টে জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির ভারতীয় দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)