India v NZ 3rd T20: আগামীকাল থেকেই মিলবে ভারত-নিউজিল্যান্ড ইডেন ম্যাচের টিকিট
India v NZ 3rd T20: অনলাইনে কাল থেকেই মিলবে ইডেন ম্যাচের টিকিট। ২১ নভেম্বর ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ।
কলকাতা: কাল থেকেই ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচের টিকিট। অনলাইনে কাল থেকেই মিলবে ইডেন ম্যাচের টিকিট। ২১ নভেম্বর ইডেনে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। ২২ গজে ফের ভারত- নিউজিল্যান্ড দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসতে চলেছে কেন উইলিয়ামসন বাহিনী। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ২ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছেন কিউয়িরা। কলকাতার ইডেন গার্ডেন্সেও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। গোলাপি বলের টেস্টের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে ইডেন। একনজরে দেখে নেওয়া যাক কিউয়িদের ভারত সফরের সূচি-
টি-টোয়েন্টি সিরিজ
- প্রথম ম্যাচ: ১৭ নভেম্বর, সোয়াই মানসিং স্টেডিয়াম (রাজস্থান)
- দ্বিতীয় ম্যাচ: ১৯ নভেম্বর, জেএসসিএ স্টেডিয়াম (রাঁচি)
- তৃতীয় ম্যাচ: ২১ নভেম্বর, ইডেন গার্ডেন্স (কলকাতা)
টেস্ট সিরিজ
- প্রথম টেস্ট: ২৫-২৯ নভেম্বর, গ্রিন পার্ক (কানপুর)
- দ্বিতীয় টেস্ট: ৩-৭ ডিসেম্বর, ওয়াংখেড়ে (মুম্বই)
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেক আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে, তিনি আর জাতীয় দলকে ক্রিকেটের এই ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে অধিনায়ক হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট। তখন থেকেই জল্পনা চলছিল যে, টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে রোহিতকেই। সেই মতোই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রোহিত শর্মাকে। প্রত্যাশিতভাবেই দলে সুযোগ পেয়েছেন আইপিএলে দুর্দান্ত খেলা কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। দলে ফিরেছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যাঁকে না রাখা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। এছাড়া আইপিএলে ভাল পারফরম্য়ান্সের স্বীকৃতি হিসাবে দলে সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন মহম্মদ সিরাজ। সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। বাদ পড়েছেন রাহুল চাহার।
আরও পড়ুন: ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ