এক্সপ্লোর
Advertisement
Ind vs Aus, 1st ODI Preview: সূর্যকুমারের ওয়ান ডে-র দরজা খুলবে? ঈশান ও রাহুলের মধ্যে উইকেটকিপার কে?
Team India: এ বছরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে জুলাই মাস পর্যন্ত এই তিনটি ওয়ান ডে-ই পাচ্ছে টিম ইন্ডিয়া। টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়ার জন্য এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
মুম্বই: টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছে যে, বর্ডার-গাওস্কর ট্রফি এবারও ভারতের ঘরেই থাকছে। এবার ওয়ান ডে দ্বৈরথে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। পারিবারিক কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক।
এ বছরই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে জুলাই মাস পর্যন্ত এই তিনটি ওয়ান ডে-ই পাচ্ছে টিম ইন্ডিয়া। টিম কম্বিনেশন সাজিয়ে নেওয়ার জন্য তাই এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
চলতি বছরে দেশের মাটিতে প্রথম শ্রীলঙ্কা ও পরে নিউজিল্যান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়েছে ভারত। সেই সিরিজে খেলতে পারেননি, এরকম কয়েকজন ক্রিকেটার দলে ফিরেছেন। যেমন রবীন্দ্র জাডেজা। যেমন কে এল রাহুল। অন্যদিকে শ্রেয়স আইয়ার, যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থ চোটের জন্য নেই।
ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজের জায়গা বেশ তৈরি করে নিয়েছিলেন শ্রেয়স। ২০ ইনিংসে ৪৭.৩৫ ব্যাটিং গড় রেখে ৮০৫ রান। দুটি সেঞ্চুরি, পাঁচটি হাফসেঞ্চুরি। পিঠের চোটের জন্য এই সিরিজে নেই শ্রেয়স। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও পিঠের সমস্যায় খেলতে পারেননি। একই সমস্যায় ফের কাবু শ্রেয়স। তাঁর জায়গায় কি খেলবেন সূর্যকুমার যাদব?
টি-টোয়েন্টি দলে বড় নাম সূর্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শ্রেয়সের পরিবর্তে খেলেছিলেন। দুই ইনিংসে করেছিলেন ৩১ ও ১৪ রান। তবে ৫০ ওভারের ক্রিকেটে সেই আগুনে ফর্ম নেই স্কাইয়ের। ১৮ ইনিংসে মাত্র ২৮.৮৬ গড়ে রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেলে কাজে লাগাতে মুখিয়ে থাকবেন তিনি।
প্রশ্ন রয়েছে উইকিটকিপার নিয়েও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন ঈশান কিষাণ। কিন্তু ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দ্রুততম ডাবল সেঞ্চুরির সেই ছন্দ দেখাতে পারেননি। সেই ইনিংসের পরেও শুভমন গিলকে ওপেনার হিসাবে খেলিয়েছে ভারত। সেই কৌশল ফলও দিয়েছে। রোহিত শর্মা না থাকায় শুক্রবার গিলের সঙ্গে কিষাণের ওপেন করা কার্যত নিশ্চিত। রোহিত ফিরলে আবার হয়তো মিডল অর্ডারে ফিরবেন কিষাণ।
উইকেটকিপার হিসাবে কি রাহুল খেলবেন? নাকি কিষাণ উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন, তা দেখতেও মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement