এক্সপ্লোর
আজ ৪৬ রান করলে সৌরভ-সচিন-লারাকে টপকে যাবেন রোহিত, সামনে আরও কয়েকটি রেকর্ডের হাতছানি
আর একটি সেঞ্চুরি করলেই ওয়ান ডে-তে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় এককভাবে চার নম্বরে উঠে আসবেন মুম্বইয়ের তারকা।

এর আগে ২০১৩-তে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরানের ইনিংস খেলেন রোহিত।
রাজকোট: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ, শুক্রবার একটি নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা।
আর ৪৬ রান করতে পারলেই তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে ৯ হাজার রান পূর্ণ হবে মুম্বইয়ের হিটম্যানের। ওয়ান ডে ক্রিকেটে ২১৫ ইনিংসে এখনও পর্যন্ত ৮৯৫৪ রান করেছেন রোহিত। আর ৪৬ রান করলেই তিনি পেরিয়ে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারাকে।
একদিনের ক্রিকেটে ২২৮ ইনিংসে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন সৌরভ। সচিন ২৩৫ ইনিংসে এবং লারা ২৩৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রান করার কীর্তি বিরাট কোহলির দখলে। ১৯৪ ইনিংসে তিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন। তালিকায় দুই নম্বরে এ বি ডিভিলিয়ার্স। ২০৫ ইনিংসে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার।
রোহিতের সামনে রাজকোটে আরও কিছু রেকর্ডের হাতছানি রয়েছে। আর একটি সেঞ্চুরি করলেই ওয়ান ডে-তে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় এককভাবে চার নম্বরে উঠে আসবেন মুম্বইয়ের তারকা। আপাতত ২৮টি সেঞ্চুরি-সহ তিনি এই তালিকায় সনৎ জয়সূর্যের সঙ্গে যৌথভাবে চার নম্বরে আছেন রোহিত।
পাশাপাশি আর ৭টি ছক্কা মারতে পারলে প্রথম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ফর্ম্যাট মিলিয়ে ১০০ ছক্কা মারার নজির গড়বেন রোহিত। অধিনায়ক বিরাটের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে মোট ৯৯১ রানের পার্টনারশিপ রয়েছে রোহিতের। পার্টনারশিপে আর ৯ রান যোগ করলে পঞ্চম জুটি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে এক হাজার রান করার কীর্তি গড়ে ফেলবেন রোহিত-বিরাট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
শিক্ষা
শিক্ষা
খবর
Advertisement
