এক্সপ্লোর
Advertisement
ঘাস থাকলে ভারতের বোলাররা সুবিধা পাবে, পারথের পিচ নিয়ে পাল্টা চাপ কোহলির
পারথ: ৭১ বছরের ইতিহাসটা পাল্টে দেওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।ডাউন আন্ডারে চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে প্রথমবার সিরিজ জয়ের আশায় বুক বেঁধেছেন ভারতীয় দলের সমর্থকরা।
অ্যাডিলেডে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারত সিরিজে এগিয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত যে ঘাস ঢাকা পিচ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার হাতিয়ার ছিল, এখন সেটাই তাদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ, ভারতীয় দলের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার তুলনায় অনেক ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু খাতায়-কলমেই নয়, মাঠেও ভারতীয় বোলিং বিপক্ষের তুলনায় অনেক বেশি কার্যকরী দেখিয়েছে।
পারথে তৃতীয় টেস্টের আগে ঘাসের পিচ নিয়ে অজি শিবিরের ওপরই চাপ বাড়ালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের দিনও যদি পিচে ঘাস থাকে তাহলে তাঁর দলের বোলাররা ভয়ঙ্কর হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করলেন তিনি। ম্যাচ শুরুর আগে ঘাস ছেঁটে ফেলা হবে না বলেও আশা প্রকাস করলেন তিনি। কোহলি বললেন, পিচে ঘাস থাকলে ভারতীয় বোলারদের পক্ষে তা সহায়ক হবে।
পেস সহায়ক পিচে বোলিং আক্রমণে ভর করে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার কথা ভাবছে টিম ইন্ডিয়া।
ম্যাচের আগের দিন কোহলি বললেন, এমন প্রাণবন্ত পিচ দেখে আমরা খুবই উত্সাহিত। আমি জানি, আমাদের দলে এমন বোলাররা রয়েছে, যারা বিপক্ষ দলকে আউট করতে পারবে। আশা করছি, ঘাস ছেঁটে ফেলা হবে না। পিচে ঘাস দেখে দল হিসেবে আমরা খুবই খুশি হয়েছি।
তিনি আরও বলেছেন, ব্যাটিং ইউনিট হিসেবে নিজেদের প্রয়োগ করতে হবে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। আমাদের এভাবে অ্যাডিলেডের মতো বোলারদের সাহায্য করতে হবে। আমার মনে হয়, অ্যাডিলেডের তুলনায় এই পিচ অনেক বেশি সুযোগ দেবে। এজন্য পিচ দেখে খুবই উত্সাহিত।
ভারত এই ম্যাচে চার পেসার নিয়ে নামতে পারে। এর আগে জোহানেসবার্গ (২০১৮), পারথ (২০১২)-তে এমন হয়েছিল।
কোহলি বলেছেন, গত দশ বছরে বিশ্বের বিভিন্ন জায়গায় খেলেছেন তিনি। কিন্তু জোহানেসবার্গের মতো উইকেটে এর আগে কখনও খেলেননি। এ ধরনের পিচের সঙ্গে আমরা অপরিচিত নয়।
কোহলি বলেছেন, ৬০০, ৭০০ বা ৮০০ রান করাই যথেষ্ট নয়। ২০ উইকেট তুলতে না পারলে টেস্ট ম্যাচ জেতা যায় না। দলে ২০ উইকেট নিতে সক্ষম বোলিং অ্যাটাক থাকলে ৩০০ রানও ভালো। গত তিনটি সফরে বোলাররা যে রকম বোলিং করছে, তা খুবই ভালো। ওদের উইকেট নেওয়ার খিদে রয়েছে, আর সহজে রান নিতে দেয় না।
ম্যাচের ২৪ ঘন্টা আগে ভারত ১৩ জন স্কোয়াড ঘোষণা করেছে। মনে করা হচ্ছে, পিচ পেস সহায়ক হলে ভারত চার বোলার নিয়ে নামতে পারে। অস্ট্রেলিয়াও তাদের এগারো খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। তিন পেসার ও এক স্পিনার নাথন লিয়নকে নিয়ে নামছে তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement