এক্সপ্লোর
India Vs Australia, 4th Test: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, চোট বুমরাহরও, খেলতে পারবেন না ব্রিসবেন টেস্টে
ভারতীয় দলে চোট-আঘাতের সমস্যা বেড়েই চলেছে। একের পর এক খেলোয়াড় চোটের কারণে চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলের বাইরে চলে গিয়েছেন। এরমধ্যে ব্রিসবেনের গাব্বায় চতুর্থ টেস্টের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য ছিটকে গেলেন পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ জসপ্রিত বুমরাহ। তলপেটে টানের কারণে চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে পারবেন না ফাস্ট বোলার বুমরাহ।
![India Vs Australia, 4th Test: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, চোট বুমরাহরও, খেলতে পারবেন না ব্রিসবেন টেস্টে India Vs Australia, 4th Test: Bumrah ruled out due to abdominal strain India Vs Australia, 4th Test: ফের ধাক্কা ভারতীয় শিবিরে, চোট বুমরাহরও, খেলতে পারবেন না ব্রিসবেন টেস্টে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/12190309/bumrah.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: ভারতীয় দলে চোট-আঘাতের সমস্যা বেড়েই চলেছে। একের পর এক খেলোয়াড় চোটের কারণে চলতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলের বাইরে চলে গিয়েছেন। এরমধ্যে ব্রিসবেনের গাব্বায় চতুর্থ টেস্টের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য ছিটকে গেলেন পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ জসপ্রিত বুমরাহ। তলপেটে টানের কারণে চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে পারবেন না ফাস্ট বোলার বুমরাহ।
ভারতের বোলিং অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালে ওই চোট পেয়েছিলেন। উল্লেখ্য, সিডনি টেস্ট ড্র হয়েছে। জানা গেছে, বুমরাহর স্ক্যান রিপোর্টে স্ট্রেন দেখা গিয়েছে। খেলতে গিয়ে ওই চোট আরও বেড়ে যাক, এমনটা আদৌ চাইছে টিম ম্যানেজমেন্ট। কারণ, সামনেই রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ।
বিসিসিআই সূত্রে সংবাদসংস্থাকে জানানো হয়েছে, সিডনি ফিল্ডিংয়ের সময় তলপেটে টান ধরে গিয়েছিল বুমরাহর। এই চোটের কারণে তাঁকে ব্রিসবেনে ড্রেসিংরুমেই থাকতে হবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।
এর আগে চোটের কারণে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন মহম্মদ শামি ও উমেশ যাদব। এই তিন পেসারের অনুপস্থিতিতে ব্রিসবেন টেস্টে ভারতীয় দলে পেস বোলিং অ্যাটাকের নেত্বত্ব থাকতে পারেন দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গে থাকতে পারেন নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর ও টি নটরাজন। আগামী ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। সিরিজের ফলাফল এখন ১-১।
প্রথম টেস্টে ভারত হেরে গিয়েছিল। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার বোঝাও কাঁধে চেপেছিল টিম ইন্ডিয়ার কাঁধে। কিন্তু দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারত। দাপটের সঙ্গে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।
উল্লেখ্য চোটগ্রস্তদের তালিকায় নাম রয়েছে রবীন্দ্র জাডেজা, হনুমা বিহারীরও। গতকাল সিডনি টেস্টের পঞ্চম দিন চোট নিয়েই দুরন্ত লড়াই করে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিয়েছিল হনুমা ও অশ্বিনের অবিচ্ছিন্ন জুটি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)