IND vs AUS: ৭ মাস পরে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে চূড়ান্ত ব্যর্থ রোহিত, বিরাট
Virat Kohli And Rohit Sharma: অস্ট্রেলিয়ার মাটি বরাবরই পয়া রোহিত শর্মা ও বিরাট কোহলির। পারথে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন ২ তারকা ব্যাটারই। বড় রান করতে পারলেন না কেউই।

পারথ: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পর দেশের জার্সিতে ফের মাঠে নেমেছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে থেকেই বিরাট-রোহিতকে নিয়ে উন্মাদনার পারদ চরছিল। কিন্তু পারথে প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন ২ তারকা ব্যাটারই। বড় রাম করতে পারলেন না কেউই।
পারথে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন রোহিত। ওপেনিংয়ে পার্টনার নতুন অধিনায়ক শুভমন গিল। একটি বাউন্ডারিও হাঁজিয়েছিলেন। কিন্তু জশ হ্যাজেলউডের আচমকা বাউন্স হওয়া বলের তাল সামলাতে পারেননি হিটম্যান। স্লিপে রেঁনেশ ক্যাচ লুফে নেন। ১৪ বলে ৮ রান করেই জাতীয় দলে ৭ মাস পরে খেলতে নামা ইনিংসের সমাপ্তি হল রোহিত শর্মার।
এর থেকেও খারাপ অবস্থা বিরাট কোহলির। তিনি খাতাই খুলতে পারলেন না। আট বল স্থায়িত্ব ছিল কিং কোহলির ইনিংসের। প্রথম ৭ বলে কোনও রানই নিতে পারেননি। আট নম্বর বলে কিছুটা এগিয়ে এসে ব্যাকওয়ার্ড পয়েন্টে দুরন্ত ক্যাচ লুফে নেন কুপার কোনোলি।
জাতীয় দলের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিলেন দুই তারকাই। এরপর আইপিএলেও খেলেন। কিন্তু ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকেও সরে দাঁড়ান রোহিত ও বিরাট। কিছুদিন আগে রোহিতের শিবাজি পার্কে অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছিল। প্রচুর রোোহিত প্রেমী তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন।
বিরাট কোহলি আইপিএলের পরই লন্ডনে উড়ে গিয়েছিলেন। বছরের বেশিরভাগ সময় এখন ওখানেই থাকেন তারকা ব্যাটার। সেখানেই নেটে অনুশীলন সারতে দেখা দিয়েছিল বিরাটকে। অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার ২ দিন আগে ভারতে এসে পৌঁছান কোহলি।
২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিরাট ও রোহিতের। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবারের জন্য নামতে চলেছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ২ জনেই। এমনটাও শোনা যাচ্ছিল যে তারকা ২ ব্যাটার না কি এই সিরিজের পর অবসর নিয়ে নিতে পারেন। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সহ সভাপতি। রাজীব শুক্ল আরও বলছেন, "এমনটা শোনা যাচ্ছে যে বিরাট ও রোহিতের না কি এটাই শেষ সিরিজ। কিন্তু আদৌ সেরকম কোনও বিষয়ই নেই। আর সবচেয়ে বড় কথা অবসর নেওয়ার পুরো সিদ্ধান্তটাই তাঁদের নিজেদের ওপর থাকে। তাই এটাই ওদের শেষ সিরিজ, এমনটা বলা পুরো ভুল।''






















