এক্সপ্লোর
Advertisement
Mohammad Shami Ruled Out: কামিন্সের বলে ভাঙল হাত, টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন শামি
শুধু ৩৬ রানে অল আউট আর আড়াই দিনে টেস্ট হারেই অ্যাডিলেডের অভিশাপ মিটছে না ভারতীয় শিবিরের। ম্যাচের পর জোরাল ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি।
অ্যাডিলেড: শুধু ৩৬ রানে অল আউট আর আড়াই দিনে টেস্ট হারেই অ্যাডিলেডের অভিশাপ মিটছে না ভারতীয় শিবিরের। ম্যাচের পর জোরাল ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য বাকি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি।
বাংলার জোরে বোলারের ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে মহম্মদ শামির ডানহাতে কনুইয়ের নীচে। যন্ত্রণায় ছটফট করে ওঠেন তিনি। ভারতীয় দলের ফিজিও মাঠে এসে বেশ কিছুক্ষণ শুশ্রূষা করেন। তবে পেসারের যন্ত্রণার উপশম হয়নি। মাঠ ছাড়তে বাধ্য হন শামি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি তিনি।
শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর হাতের হাড় ভেঙেছে। সিরিজের বাকি তিনটি টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। কামিন্সের বল লাগার পরে মাঠেই তাঁর শুশ্রূষা করতে ছুটে আসেন দলের চিকিৎসকরা। প্রথমে ব্যথা কমানোর জন্য স্প্রে করা হয়। এরপর শামি ব্যাট করার চেষ্টা করেন। কিন্তু পারেননি। চিকিৎসকরাও তাঁকে ব্যাট করার অনুমতি দেননি। শামিকে রিটায়ার্ড হার্ট ঘোষণা করা হয়। তাই ৯ উইকেট পড়ার পরই ভারতীয় দল অল আউট হয়ে যায়।
ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলিকে শামির চোট নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, “শামির চোট নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। স্ক্যানের রিপোর্ট এলে বলা যাবে। প্রচণ্ড যন্ত্রণা ছিল, হাতই তুলতে পারছিল না ও।”
মেলবোর্নে দ্বিতীয় টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তার আগে শামির চোট এবং বাকি সিরিজ থেকে ছিটকে যাওয়া ভারতীয় দলকে যে আরও বিপদে ফেলে দিল, তা বলাই বাহুল্য। বিরাট কোহলি দেশে ফিরে আসবেন। এমন অবস্থায় শামিকে না পাওয়াটা অধিনায়ক অজিঙ্ক রাহানের উদ্বেগ আরও বাড়াবে। এর আগে ভারতীয় দলের আরেক পেসার ইশান্ত শর্মাও চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। শামির চোট সেই সমস্যাকেই আরও বাড়িয়ে দিয়ে গেল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement