এক্সপ্লোর
আইসিসি-র পুরনো নিয়মেই হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়ার আসন্ন একদিনের ও টি-২০ সিরিজে প্রযোজ্য হবে না আইসিসি-র নতুন নিয়ম। এই সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ হবে। সিরিজ চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। এরই মাঝে ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে আইসিসি-র নতুন নিয়ম। আচরণবিধি, ডিআরএস ব্যবহার, ব্যাটের আকার সহ বিভিন্ন নিয়ম বদল হচ্ছে। তবে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ আগেই শুরু হয়ে যাবে বলে এই সিরিজে নতুন নিয়ম প্রয়োগ করা হবে না। বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, প্রথমে ঠিক হয়েছিল ১ অক্টোবর থেকে আইসিসি-র নতুন নিয়ম কার্যকর হবে। কিন্তু ২৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ শুরু হতে চলায় সেদিনই কার্যকর হচ্ছে নয়া নিয়ম। অন্যদিকে, ভারত-অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। দু রকম নিয়মে যাতে সংশয় দেখা না দেয়, সেই কারণেই এই সিরিজে আইসিসি নতুন নিয়ম প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজ থেকেই নতুন নিয়মে খেলবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















