এক্সপ্লোর
Advertisement
India vs Australia T20: স্টার্কের বলে মাথায় চোট! মাঠে নামতে পারলেন না জাডেজা, পরিবর্তে বল করছেন চাহাল
ভারতীয় ইনিংসের শেষে জানা যায়, কনকাশনের শিকার জাডেজা। যার অর্থ, মাথায় আঘাত লাগায় তিনি কিছুটা ধোঁয়াটে দেখছেন। ফিল হিউজের মৃত্যুর পর থেকে কনকাশন নিয়ে কড়াকড়ি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এখন আইসিসি-র নিয়ম অনুযায়ী, কেউ মাথায় আঘাত পেয়ে কনকাশনের শিকার হলে, তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটার মাঠে নামতে পারবেন। শুধু তাই নয়, পরিবর্ত ক্রিকেটার চোট পাওয়া প্লেয়ারের পরিবর্তে ব্যাটিং ও বোলিংও করতে পারবেন।
ক্যানবেরা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করার সময় মাথায় চোট পেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসাবে মাঠে নামলেন যুজবেন্দ্র চাহাল।
শুধুমাত্র ওপেনার কে এল রাহুল ছাড়া ব্যাটিং টপ অর্ডার ব্যর্থ। শুক্রবার মানুকা ওভালে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন জাডেজা। ২৩ বলে ৪৪ রান করে তিনিই ভারতের স্কোরকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। জাডেজার ইনিংসে ছিল ৫টি চার ও একটি বিশাল ছক্কা।
যদিও দিনের শেষে ভারতীয় শিবিরে বাঁহাতি অলরাউন্ডারকে নিয়ে কিছুটা উদ্বেগ। ঠিক কী হয়েছিল তাঁর? ঘটনাটি ভারতীয় ইনিংসের শেষ ওভারের। অস্ট্রেলিয়ার ফাস্টবোলার মিচেল স্টার্কের বাউন্সার জাডেজার ব্যাটের উপরিভাগে লেগে হেলমেটে আছড়ে পড়ে। স্টার্ক এমনিতেই আগুনে গতিতে বল করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ককে বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার মনে করা হয়। তাঁর বলের গতি এতটাই বেশি ছিল যে, জাডেজার হেলমেটে লাগার পর বলটি উড়ে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। যদিও সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে যাওয়া মোজেস অনরিকস ফিল্ডিং করছিলেন এবং তিনি ক্যাচটি ধরতে পারেননি। বেঁচে যান জাডেজা। সেই ওভারে স্টার্ককে পরপর দুই বলে দুটি বাউন্ডারিও মারেন তিনি।
ভারতীয় ইনিংসের শেষে জানা যায়, কনকাশনের শিকার জাডেজা। যার অর্থ, মাথায় আঘাত লাগায় তিনি কিছুটা ধোঁয়াটে দেখছেন। ফিল হিউজের মৃত্যুর পর থেকে কনকাশন নিয়ে কড়াকড়ি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এখন আইসিসি-র নিয়ম অনুযায়ী, কেউ মাথায় আঘাত পেয়ে কনকাশনের শিকার হলে, তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটার মাঠে নামতে পারবেন। শুধু তাই নয়, পরিবর্ত ক্রিকেটার চোট পাওয়া প্লেয়ারের পরিবর্তে ব্যাটিং ও বোলিংও করতে পারবেন।
জাডেজার কনকাশন সাব হিসাবে শুক্রবার মাঠে নেমেছেন যুজবেন্দ্র চাহাল। জাডেজার পরিবর্তে তিনি ৪ ওভার বোলিংও করবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় চাহাল মাঠে নামবেন। পাশাপাশি জানানো হয়েছে, বোর্ডের মেডিক্যাল টিম জাডেজার চোট পরীক্ষা করছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার। তবে তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলেই ওয়াকিবহাল মহল সূত্রের খবর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement