এক্সপ্লোর
Advertisement
India vs Australia T20: অজি স্পিনারদের থেকে শিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বাজিমাত, ফাঁস করলেন চাহাল
জাডেজার পরিবর্তে তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন চাহালই।
ক্যানবেরা: রবীন্দ্র জাডেজা মাথায় চোট পাওয়ায় তিনি কনকাশন সাব হিসাবে মাঠে নামেন। আর বল হাতে ৩ উইকেট তুলে তিনিই শুক্রবার ভারতের জয়ের নায়ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর সেই রবীন্দ্র জাডেজা ফাঁস করলেন, অস্ট্রেলিয়ার বোলারদের দেখেই তিনি বাজিমাত করেছেন। ম্যাচের পর ময়ঙ্ক অগ্রবালকে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘যখন ম্যাচ খেলি না, আমি লক্ষ্য রাখি বাকি স্পিনাররা কীভাবে বল করে। অ্যাডাম জাম্পা ওয়ান ডে সিরিজে খুব ভাল বল করেছিল। ওকে দেখে নিজের লাইন-লেংথ ঠিক করেছি। তাতেই সফল।’
জাডেজার কনকাশন সাব হিসাবে শুক্রবার মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। জাডেজার পরিবর্তে তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা হন চাহালই। তবে, বিতর্ক শুরু হয় চাহালের খেলা নিয়ে। অস্ট্রেলিয়া ইনিংসের শুরুতে চাহালের খেলার কথা ঘোষণা হতেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে দেখা যায় ম্যাটচ রেফারি ডেভিড বুনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন। যদিও কনকাশন সাব নিয়মকে অগ্রাহ্য করতে পারেননি বুন।
বিতর্ক উস্কে দিয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারেরা। মাইকেন ভন ট্যুইট করেন, ‘জাডেজার কনকাশন হয়েছে কি না পরীক্ষা করে কোনও ফিজিও বা চিকিৎসক এলেন না। পরে তো মনে হল ওর পায়ে চোট লেগেছে। তারপর দেখলাম ভারত কনকাশন সাব নিয়েছে। সন্দেহ হচ্ছে।’ টম মুডি লেখেন, ‘জাডেজার পরিবর্তে চাহালের খেলা নিয়ে আমার কিছু বলার নেই। তবে বলার আছে, কেন জাডেজা চোট পাওয়ার পর কোনও ডাক্তার বা ফিজিওকে দেখা গেল না। সেটাই তো নিয়ম, তাই না?’ তবে ভারতীয় শিবিরের সমর্থনে সুর চড়িয়েছেন আকাশ চোপড়া, রোহন গাওস্কররা। আকাশ লিখেছেন, ‘কনকাশনকে কখনওই হাল্কাভাবে দেখা উচিত নয়।’
যদিও চোট পাওয়া জাডেজা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement