এক্সপ্লোর
Advertisement
ভারতের বোলারদের দাপটে ১৫০ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
ভারতের বোলিং অ্যাটাকের সামনে তেমন কোনও প্রতিরোধই গড়তে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেল তাদের ইনিংস।
ইন্দোর:প্র থম দিনের খেলার শেষে ভারতের রান ১ উইকেটে ৮৬। মায়াঙ্ক অগ্রবাল ৩৭ ও চেতেশ্বর পূজারা ৪৩ রানে ক্রিজে রয়েছেন। আউট হয়েছেন রোহিত শর্মা। জায়েদের বলে ৬ রান করে আউট হন তিনি। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।
এর আগে ভারতের বোলিং অ্যাটাকের সামনে তেমন কোনও প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে মহম্মদ সামি ২৭ রানে তিনটি, ইশান্ত শর্মা ২০ রানে দুটি, উমেশ যাদব ৪৭ রানে দুটি, আর অশ্বিন ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। বাংলাদেশের পক্ষে মুশফিকর রহিম সবচেয়ে বেশি ৪৩ রান করেন। এছাড়াও অধিনায়ক মমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। লিটন দাস করেন ২১ রান।
এর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। প্রথম উইকেট পড়ে ১২ রানে। ১২ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন উমেশ যাদব। তাঁর বলে ৬ রান করে আউট হন ইমরুল কায়েস। এরপর শাদলাম ইসলামকে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা। তিনিও ৬ রান করে আউট হন। কিছুক্ষণ পর মহম্মদ মিঠুনকে আউট করেন মহম্মদ শামি। ১২ রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ৩১ রানে তৃতীয় উইকেট হারায় তারা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশ করেছে ৩ উইকেটে ৬৩ রান। মুশফিকর রহিম ১৪ ও মমিনিল হক ২২ রানে অপরাজিত ছিলেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সবার ওপরে ভারত। তালিকার নিচের দিকে রয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান আরও মজবুত করাই ভারতের লক্ষ্য।
সদ্যই টি ২০ সিরিজে বাংলাদেশকে ২-১ হারিয়েছে ভারত।
ইন্দোর টেস্টে সাত ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের অধিনায়ক মনিমুল হক বলেন, চতুর্থ ইনিংসে উইকেটে স্পিনাররা সাহায্য পেতে পারেন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে ভারত যে দলে খেলেছিল, সেই দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। স্পিনার শাহবাজ নাদিমের জায়গায় দলে এসেছেন ইশান্ত।
টসের পর কোহলি বলেছেন, উইকেটে কিছুটা ঘাস রয়েছে। আমরা প্রথমে বোলিং করতেই চেয়েছিলাম। তিন পেসার রয়েছে দলে। তবে আমরা চাই যে, কঠিন পরিস্থিতিতেও ব্যাটসম্যানরা ব্যাট করুক। এই উইকেট আমাদের সিমারদের পক্ষে আদর্শ। দ্বিতীয় দিন থেকে এখানে ব্যাট করা সহজ হবে বলে মনে হচ্ছে। আমাদের দলে রয়েছে দুই স্পিনারও।
ভারত: মায়াঙ্ক অগ্রবাল,রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে,রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সামি,ইশান্ত শর্মা
বাংলাদেশ:ইমরুল কায়েস, শাদমান ইসলাম, মহম্মদ মিঠুন, মমিনুল হক (অধিনায়ক), মুস্তাফিজুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ,এবাদাত হোসেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement