IND vs BAN: আজ বিশ্বকাপে শাকিবদের বিরুদ্ধে নামছে ভারত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
T20 World Cup, IND vs BAN: প্রথম ২ ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল টিম রোহিতকে।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ২ ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছিল টিম রোহিতকে। তাই আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এই ম্যাচ জিতে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করতে মরিয়া থাকবে ভারত।
টি-টােয়েন্টি বিশ্বকাপ ভারত বনাম বাংলাদেশ ম্যাচ কবে?
আজ, ২ নভেম্বর, বুধবার ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি খেলা হবে।
কখন শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১.৩০ থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।
কোথায় দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম বাংলাদেশ এই ম্য়াচটি দেখতে পারবেন।
এই মুহূর্তে পয়েন্ট টেবিল অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এই গ্রুপে শীর্ষে রয়েছে। ভারত দ্বিতীয় স্থানে ও বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। অ্যাডিলেড ওভালের পিচ বরাবরই ব্যাটারদের সহায়ক। এমনকী এই মাঠ বিরাট কোহলির পয়মন্ত মাঠও। ফলে আশা করাই যায় যে আজ আরও একটা বিরাট ইনিংস দেখার সুযোগ মিলতেও পারে।
বৃষ্টির পূর্বাভাস
অ্যাডিলেডে ম্যাচের আগেরদিন ভারী বৃষ্টি হয়েছে। আজ ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ম্য়াচের দিন, অর্থাৎ আজ ৬০ শতাংশ বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, 'মেঘাচ্ছন্ন পরিবেশে হালকা বৃষ্টির (৬০ শতাংশ) সম্ভাবনা রয়েছে, বিশেষত সন্ধ্যার দিকে। দক্ষিণ-পশ্চিম দিক বরাবর ২০ থেকে ৩০ কিমি বেগে হাওয়া বইবে।' এই বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। তাই আজকের ম্যাচেও বৃ্ষ্টি প্রভাব ফেললে অবাক হওয়ার কিছুই থাকবে না। অবশ্য এই বিষয়ে ভারতীয় দলের ভাগ্য এখনও পর্যন্ত বেশ ভালই বলতে হবে।
ম্যাচের আগে কিন্তু মানসিকভাবে ভারতের ওপর চাপ তৈরির কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক শাকিব আল হাসান সাফ কথা, ম্যাচে খাতায় কলমে ভারতই এগিয়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে শাকিব বলেন, 'ভারত এই ম্যাচের জন্য ফেভারিট। ওঁরা এখানে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এসেছে, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয় নয়। এই ম্যাচের পরিস্থিতি সকলেই বুঝতে পারছে। আমরা যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতি, তাহলে তা দুর্ঘটনা হিসাবেই বিবেচিত হবে। আমরা ভারতের বিরুদ্ধে সেই অঘটন ঘটানোর লক্ষ্যেই মাঠে নামব।'