এক্সপ্লোর
বড় ম্যাচ নয়, বড় সুযোগ, দুহাতে লুফে নিতে হবে, বাংলাদেশের ক্রিকেটারদের বার্তা কোচের
![বড় ম্যাচ নয়, বড় সুযোগ, দুহাতে লুফে নিতে হবে, বাংলাদেশের ক্রিকেটারদের বার্তা কোচের India Vs Bangladesh Treat It As Big Opportunity Rather Than Big Match Says Coach Chandika Hathurusingha বড় ম্যাচ নয়, বড় সুযোগ, দুহাতে লুফে নিতে হবে, বাংলাদেশের ক্রিকেটারদের বার্তা কোচের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/08191449/bangladesh-Flag.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন:বড় ম্যাচ নয়, নিজেকে মেলে ধরার বড় সুযোগ ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইল। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারের এই মন্ত্রই দিলেন কোচ চন্ডিকা হাতুরুসিঙ্ঘে।
উল্লেখ্য, এই প্রথম আইসিসি-র কোনও টুর্রামেন্টের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে বাংলাদেশের আবেগ-উন্মাদনা তুঙ্গে উঠেছে। এই অবস্থায় প্রত্যাশার গগণচুম্বী চাপ সামলে নিজেদের স্বাভাবিক খেলা খেলার পরামর্শ দিয়েছেন কোচ।
এজবাস্টনে বাংলাদেশের অনুশীলনের পর চন্ডিকা বলেছেন, সেমিফাইনালকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে দলের ক্রিকেটারদের। আর তেমনটা হলেই দলের পক্ষে ভালো হবে। চন্ডিকা বলেছেন, এটাই ক্রিকেটারদের কাছে তাঁর বার্তা- যে সুযোগ এসেছে তা দুহাতে লুফে নিতে হবে।
বৃহস্পতিবারের সেমিফাইনাল নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও উত্তেজনার বহর চোখে পড়ার মতোই। তাদের সাংবাদিকরা ম্যাচের আম্পায়ার বাছাই নিয়েও প্রশ্ন করেন। এছাডাও ২০১৫-র বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মার আউট সংক্রান্ত বিতর্ক উত্থাপণ করেন। এ সব প্রশ্নের জবাব শান্ত মাথাতেই সামলেছেন কোচ। তিনি বলেছেন, আম্পায়ার সম্পর্কে কোনও মন্তব্য নয়। এমনকি, অতীতের ঘটনা নিয়েও কোনও মন্তব্য করতে চান না বলেও জানান চন্ডিকা।
২০১৫-র বিশ্বকাপে ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকদের কেউ কেউ জানতে চান, বৃহস্পতিবারের ম্যাচ বাংলাদেশ দল বদলা নেওয়ার সুযোগ হিসেবে দেখছে কিনা। জবাবে কোচ বলেন, এ ধরনের কোনও ভাবনাই নেই ক্রিকেটারদের। এটা ভারতের মতো একটা ভালো দলের বিরুদ্ধে দারুন ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে জিতলে দারুন আত্মবিশ্বাসী হয়ে উঠবে দল। বাংলাদেশ দল নিজেদের সেরাটা দেওয়া ও জয়ের কথাই ভাবছে বলে চন্ডিকা জানিয়েছেন।
বাংলাদেশের কোচ জানিয়েছেন, ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তবে মেন ইন ব্লু ব্রিগেড নিজেদের দিনে যে কোনও পরিকল্পনাকেই তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে।
সেমিফাইনালে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন বাংলাদেশের কোচ। তিনি বলেছেন, টুর্নামেন্টের শুরুতে আমরা এতদূরে পৌঁছতে পারব বলে কেউ ভাবেনি। ভারতকে হারাতে পারলে তা হবে দারুন একটা কৃতিত্বের ব্যাপার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)