IND vs ENG Live Cricket Score Live Updates: অপরাজিত ১২৮ রুটের, ইংল্যান্ড দিনের শেষে ২৬৩/৩
India Vs England 1st Test Match Cricket Score Live Updates: অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট-যুদ্ধে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় দল। আজ, শুক্রবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
LIVE
Background
চেন্নাই: অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট-যুদ্ধে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় দল। আজ, শুক্রবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তিন স্পিনার নিয়ে চেন্নাইয়ে নামছে ভারত। চোট পাওয়ায় নেই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছিল অক্ষর পটেলকে। কিন্তু গুজরাতের বাঁহাতি স্পিনারও হাঁটুর চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন শাহবাজ নাদিম। পাশাপাশি খেলছেন আর অশ্বিন ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে-বলে নজর কেড়ে নেওয়া ওয়াশিংটন সুন্দর।
ব্রিসবেন টেস্টের ব্যাটিংই মোটামুটি ধরে রেখেছে ভারত। দলে ফিরেছেন কোহলি। তবে বোলিং বিভাগে পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে ফিরেছেন ইশান্ত শর্মা। বাদ পড়েছেন ব্রিসবেন টেস্টের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। শাহবাজ নাদিম কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। অন্যদিকে, স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে নামছে ইংল্যান্ড। তবে রয়েছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রুট বলেন, 'শুরুতে ব্যাট করে এই পিচের সম্পূর্ণ ফায়দা তুলতে চাই। প্রথম ইনিংসে বড় রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।' তিনি যোগ করেন, 'ভারতের মাটিতে খেলতে বরাবরই আমি পছন্দ করি। দারুণ একটা সিরিজ হবে বলেই মনে হচ্ছে। আমাাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আর আমরা দারুণ আত্মবিশ্বাসী।' বিরাট বলেন, 'আমরাও টস জিতে প্রথম ব্যাটিং করার কথা ভেবেছিলাম।'
দুই দলের প্রথম একাদশ:
ভারত: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম।
ইংল্যান্ড: রোরি বার্নস, ডমিনিক সিবলে, ড্যানিয়েল লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, জশ বাটলার (উইকেটকিপার), ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।