টসে জিতে ব্যাটিং নিলেন বিরাট, খেলছেন কুলদীপ
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডে বিরুদ্ধে খেলছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। গত টেস্টের দলে তিনটি বদল হয়েছে ভারতের প্রথম একাদশে। দলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজও।
চেন্নাই: চিপকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। টসে জেতার পর অধিনায়ক বিরাট কোহলি বলেন, ' ব্যাটিং করব আমরা। ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো উইকেট। প্রথম দিনে যথেষ্ট ব্যাটিং সহায়ত থাকবে বলেই আশা রাখি। আর আগের টেস্টেও দেখা গিয়েছে উইকেট দ্বিতীয় দিন থেকেই ক্রমশ ভেঙেছে, তাই ভালো হল টসটা জিততে পেরে।'
চেন্নাইয়ের চিপকেই হয়েছিল প্রথম টেস্ট। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে জো রুটের দ্বিশতরানে ভর করে রানের পাহাড়া খাড়া করেছিল ইংল্যান্ড। যে ম্যাচে দেখা যায় প্রথমে পিচ ভালো থাকলেও খেলার দিন এগোনোর সঙ্গে সঙ্গে তা ভাঙতে থাকে। যার ফলে বেশ কঠিন হয়ে পড়ে ব্যাটিং করা। যার জেরেই শেষমেশ ২২৭ রানের লজ্জার হারের মুখে পড়তে হয় বিরাটবাহিনীকে।
এদিকে, একাধিক প্রাক্তনীর বলার পর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডে বিরুদ্ধে খেলছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। গত টেস্টের দলে তিনটি বদল হয়েছে ভারতের প্রথম একাদশে। দলে জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজও। এদিকে, ইংল্যান্ড তাদের প্রথম একাদশে চারটি বদল করেছে। দলে এসেছেন স্টুয়ার্ট ব্রড, বেন ফোকস, মঈন আলি ও ওলি স্টোন।