India vs England: আইসোলেশন পর্ব কাটিয়ে জাতীয় দলে যোগ দিলেন ঋদ্ধি, ভরত, অভিমন্যু
আইসোলেশন পর্ব কাটিয়ে ভারতীয় দলে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও ভরত অরুণ। ডারহামে বিরাট শিবিরে যোগ দিলেন তাঁরা। আগামী ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট।
ডারহাম: ভারতীয় দলে যোগ দিলেন ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও ভরত অরুণ। ৩ জনেই এতদিন কোয়ারেন্টাইনে ছিলেন। এবার আইসোলেশন পর্ব শেষ করে ইংল্যান্ড থাকা ভারতীয় টেস্ট দলের সঙ্গে যোগ দিলেন এই ত্রয়ী। বোলিং কোচ ভরত অরুণ, দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও তরুণ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ তিন জনেই এতদিন ধরে আইসোলেশনে ছিলেন।
ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ ও থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি। ২ জনেই আইসোলেশনে চলে গিয়েছিলেন রিপোর্ট হাতে আসার পরই। পন্থ কিছুদিন আগেই তাঁর আইসোলেশন পর্ব কাটিয়ে ফিরে এসেছিলেন জাতীয় দলে। অন্যদিকে গরানির সঙ্গে সংস্পর্শে এসেছিলেন ঋদ্ধি, অভিমন্যু ও ভরত তিনজনেই। ফলে বাধ্য হয়েই তাঁদের কোয়ারেন্টাইনে চলে যেতে হয়। যুক্তরাষ্ট্রের কোভিড নিয়মাবলী অনুযায়ী ১০ দিনের আইসোলেশন পিরিয়ডে থাকতেই হবে। সেই মতো এতদিন তাঁরা আইসোলেশনে ছিলেন। কিন্তু শনিবারই সবাই যোগ দিলেন স্কোয়াডে। বিসিসিআইয়ের তরফে তিন জনের ছবি পোস্ট করা হয়েছে। ট্যুইটারে সেই ছবির সঙ্গে পোস্ট করে লেখা হয়েছে, দারুণ লাগছে যে তোমরা ফিরে আসতে পেরেছ। গত বুধবারই ঋষভ পন্থ ফিরে এসেছিলেন জাতীয় দলের স্কোয়াডে। রবি শাস্ত্রীর উপস্থিতিতে গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল পন্থকে।
আগামী ৪ অগাস্ট থেকে শুরু ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ। রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে বিরাট বাহিনী। অভিমন্যু মূল দলে না থাকলেও পন্থ ও ঋদ্ধি ২ জনেই রয়েছেন জাতীয় দলের স্কোয়াডে। ট্রেন্টব্রিজ নটিংহ্যামে প্রথম টেস্টে খেলতে নামবে ভারত- ইংল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে প্রথম একাদশে অটোমেটিক চয়েস পন্থ।
অন্যদিকে বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অভিমন্যু স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে এসেছেন ভারতীয় দলের সঙ্গে। তাঁর সঙ্গে বাকি স্ট্যান্ড বাই প্লেয়াররা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ, আরজান নাগাসওয়ালা ও আবেশ খান। যদিও প্র্যাকটিস ম্যাচে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন আবেশ নিজেও। সূত্রের খবর, টেস্ট সিরিজের বাকি সময়টা হয়তো আবেশ আর দলের সঙ্গে থাকতে পারবেন না, কারণ তাঁর চোট ভীষণ সিরিয়াস।