IND vs ENG 5th Test: করোনার ধাক্কায় বাতিল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট? কী বললেন সৌরভ?
ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট এখনও হাতে আসেনি। যদি কারও রিপোর্ট পজিটিভ আসে, তাহলে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ যে বিশ বাঁও জলে, বলার অপেক্ষা রাখে না।
কলকাতা: ভারতীয় শিবিরে করোনা সংক্রমণের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে পঞ্চম টেস্ট নিয়ে। বৃহস্পতিবার কলকাতায় একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জানান, তিনি এখনও পর্যন্ত নিশ্চিত নন যে, পঞ্চম টেস্ট নির্দিষ্ট সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না।
ওভাল টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর করোনা আক্রান্ত হন। তিনজনকে ছাড়াই সিরিজের শেষ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছয় ভারতীয় দল। তবে বিপত্তি দেখা দিয়েছে ম্যাঞ্চেস্টারেও। সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামার আগের দিন ফের ভারতীয় শিবিরে হানা দিয়েছে করোনা।
ভারতীয় শিবিরের খবর, বৃহস্পতিবার দলের এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। যোগেশের করোনা রিপোর্ট পজিটিভ জানা মাত্রই ভারতীয় দল অনুশীলন বন্ধ করে দিতে বাধ্য হয়। তড়িঘড়ি ক্রিকেটাদের নিজেদের হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার চেয়েও আশঙ্কাজনক হচ্ছে, বুধবার ভারতীয় দলের অনুশীলনের পরে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতেই পজিটিভ হয়েছেন যোগেশ। আর সেদিন অনুশীলনে যোগেশের সংস্পর্শে এসেছিলেন প্রায় সব ভারতীয় ক্রিকেটারই। এরপরেই সিরিজের পঞ্চম টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শুক্রবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ। যদিও সেই টেস্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে বৃহস্পতিবার সৌরভ বলেছেন, ‘এই মুহূর্তে আমরা জানি না ম্যাচ অনুষ্ঠিত হবে কি না। আশা করি আমরা খেলার সুযোগ পাব।’
ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট এখনও হাতে আসেনি। যদি কারও রিপোর্ট পজিটিভ আসে, তাহলে শুক্রবার থেকে শুরু হতে চলা ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ যে বিশ বাঁও জলে, বলার অপেক্ষা রাখে না।