IND vs ENG: টি-টোয়েন্টির সেরা দলের সিংহাসনে থাকতে গেলে কী করতে হবে ভারতকে?
IND vs ENG, T-20 Series: বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলে বড়সড় ধাক্কা খেতে হবে রোহিত শর্মাদের।
সাদাম্পটন: বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India)। জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারলে বড়সড় ধাক্কা খেতে হবে রোহিত শর্মাদের (Rohit Sharma)। কীভাবে?
ইংল্যান্ড যদি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হারিয়ে দেয়, তবে টিম ইন্ডিয়াকে সরিয়ে তারা আইসিসির এক নম্বর টি-টোয়েন্টি দলে পরিণত হবে। সিংহাসনে টিকে থাকতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততেই হবে ভারতকে।
আপাতত ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির এক নম্বর টি-টোয়েন্টি দল হল ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে ২৬৫ রেটিং পয়েন্ট। ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতলে ২৬৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে আসবে। তারা ৩-০ ব্যবধানে ভারতকে হারিয়ে দিলে ২৭০ পয়েন্ট নিয়ে মুকুট মাথায় পরবে। ভারত সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে নেমে যাবে।
All set for the T20Is ✅
— BCCI (@BCCI) July 7, 2022
LIVE action starts in a few hours! ⏳#TeamIndia | #ENGvIND pic.twitter.com/2UkMFLdmNw
ভারত যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, তবে ২৭০ পয়েন্ট নিয়ে তারাই এক নম্বরে থাকবে। ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে টিম ইন্ডিয়ার সংগ্রহে থাকবে ২৭২ রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে ভারত।
Gearing up for the T20Is 💪#TeamIndia | #ENGvIND pic.twitter.com/YHqaaQ0G0R
— BCCI (@BCCI) July 6, 2022
ইংল্যান্ড যদি সিরিজের প্রথম ম্যাচে জেতে, তাহলেই ২৬৭ পয়েন্ট নিয়ে একে উঠে আসবে। সেক্ষেত্রে সমসংখ্যক পয়েন্ট নিয়েও ভারত দ্বিতীয় স্থানে নেমে যাবে। নিজেদের সিংহাসন বাঁচাতে তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততেই হবে ভারতকে।
আরও পড়ুন: প্রাণ বাঁচিয়েছিলেন ভক্তের, ২ বছর পর বাংলাদেশে ফের সুপারফ্যানকে দেখে কী বলেন ধোনি?