India vs England 3rd Test : দাঁতে দাঁত চেপে লড়াই, জাডেজা-সিরাজ-বুমরাদের লড়াইকে একযোগে কুর্নিশ প্রাক্তনদের
Lord's Test : লক্ষ্য ছিল ১৯৩ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত অল আউট হয়ে গেল ১৭০ রানে।

লর্ডস : একটা সময় মনে হচ্ছিল, বেশি ক্ষণ আর টানতে পারবে না টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু, হাল ছাড়েননি জাডেজা। বিনা লড়াইয়ে ময়দান ছাড়েননি তিনি। বুমরা-সিরাজকে নিয়ে সমানে লড়াই দিয়ে গেলেন। কিন্তু স্টোকসের বলে অহেতুক চালাতে গিয়ে আউট হলেন বুমরা। সিরাজের সঙ্গে যেভাবে এগোচ্ছিল তাঁর জুটি তাতে নতুন করে আশার সঞ্চার হয়। শেষ রক্ষা অবশ্য হয়নি। শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান সিরাজ। তাতেই স্বপ্নভঙ্গ কোটি কোটি ভারতীয়র। লর্ডস টেস্ট জিততে পারলে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া হত ভারতের। যা টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডকে আলাদা আত্মবিশ্বাস জোগাত। কিন্তু, তা আর হল না। যদিও টিম ইন্ডিয়ার এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন প্রাক্তনরা।
ফেসবুক পোস্টে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখলেন, "কী অসাধারণ টেস্ট ম্যাচ ! খুব হতাশা নিয়ে ভারত লর্ডস ছাড়বে। তিনটি টেস্ট ম্যাচেই খুব ভালো খেলেছে ওরা, কিন্তু, ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে। এই টেস্ট ম্যাচটা জেতার ছিল। কঠিন লড়াই করেছে জাডেজা এবং দেখিয়েছে যে ১৯৩ বড় রান নয়।"
এক্স হ্যান্ডেলে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) লিখলেন, "খুব কাছে, অথচ খুব দূরে...শেষ পর্যন্ত লড়াই করে গেছে জাডেজা, বুমরা ও সিরাজ। খুব ভালো চেষ্টা করেছ, টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ভালো খেলে চাপ বজায় রাখতে পেরেছে এবং যে ফলাফল তারা চেয়েছিল সেটাই পেয়েছে। কঠিন লড়াই করে জয়লাভ করা ইংল্যান্ডকে অভিনন্দন।"
So near, yet so far….
— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2025
Jadeja, Bumrah, & Siraj fought all the way till the end. Well tried, Team India.
England played well to keep the pressure on and produced the result they desired. Congratulations on a hard fought win.
জাডেজা-সিরাজের লড়াইকে কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডেলে যুবরাজ সিং লিখেছেন, "এই ফলটা আমরা চাইনি, কিন্তু, যে লড়াই আমরা দেখিয়েছি তার জন্য এই ম্যাচটা মনে রাখা হবে। প্রেসার কুকার পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে জাডেজা ও সিরাজ ! এটা এমন একটা পারফরম্যান্স যাকে সম্মান জানাতে হবে-শুধু দক্ষতার জন্য নয়, মানসিকতার জন্যও ! পরেরটায় দেখা যাবে..."
Not the result we wanted, but this match will be remembered for the fight we showed. @imjadeja and @mdsirajofficial stood tall in a pressure cooker situation! A performance that demands respect - not just for the skill, but for the mindset! On to the next one boys 🇮🇳#INDvsENG
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 14, 2025






















