৪৪ মিনিট। যুগরাজের আক্রমণ। কঠিন কোণ থেকে তাঁর শট রুখে দিলেন জাপান গোলরক্ষক।
India Vs Japan Hockey Semifinal Live: হকিতে জাপানকে ৫-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে মালয়েশিয়ার সামনে ভারত
Asian Champions Trophy 2023 Hockey Semi-Final Live: গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।
LIVE
![India Vs Japan Hockey Semifinal Live: হকিতে জাপানকে ৫-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে মালয়েশিয়ার সামনে ভারত India Vs Japan Hockey Semifinal Live: হকিতে জাপানকে ৫-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে মালয়েশিয়ার সামনে ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/11/25d51348fa13672bfff40e0fa8a9829d169176328841850_original.jpg)
Background
চেন্নাই: ধারে ও ভারে ভারতীয় দলের আশেপাশে পাওয়া যাবে না জাপানকে। মুখোমুখি সাক্ষাতে অনেক এগিয়ে ভারত (Indian Hockey team)। তবু এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy Hockey) সেমিফাইনালের আগে সতর্ক ভারতীয় শিবির। জাপানকে কোনও মতেই হাল্কাভাবে দেখছেন না হরমনপ্রীত সিংহরা।
আজ, শুক্রবার চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও জাপান। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ১-১ গোলে।
পরিসংখ্যান বলছে, হকিতে এখনও পর্যন্ত ভারত বনাম জাপান দ্বৈরথ হয়েছে ৩৪ বার। তার মধ্যে ভারতেরই আধিপত্য। ৩৪ ম্যাচের মধ্যে ২৭ বারই জিতে মাঠ ছেড়েছে ভারতীয় দল। মাত্র তিনটি ম্যাচ জিতেছে জাপান। ৪টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে দেখতে নারাজ ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফুলটন। তিনি বলেছেন, 'সেমিফাইনালে কোনও দল দুর্বল হয় না। গ্রুপ পর্বে ওদের হারাতে পারিনি। গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল আমাদের। সেই ভুল আর করলে চলবে না।'
জাপানের কাছে আটকালেও এ বারের প্রতিযোগিতায় ছন্দে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছেন তাঁরা। ২০টি গোল করেছেন ভারতীয় খেলোয়াড়েরা। বিপক্ষে গোল হয়েছে মাত্র পাঁচটি। যে পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, সব দলের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন হরমনপ্রীতেরা। তুলনায় জাপান অনেকটাই পিছিয়ে রয়েছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছিল।
Coming up 👉
— Hockey India (@TheHockeyIndia) August 11, 2023
The #MenInBlue are ready to face Japan again to book their spot in the Final and two more scintillating matches for you.
Who will reign supreme?
🏟️ Mayor Radhakrishnan Hockey Stadium
⏰ 11th August 2023, 3:30 PM IST onwards.
📺 Catch all the action LIVE on Star… pic.twitter.com/ZT6NVCNKDv
এ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ পর্বে ভারতকে অপ্রতিরোধ্য দেখিয়েছে। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে ভারত। আর সেটা জাপানের বিরুদ্ধে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। সেই জাপানের বিরুদ্ধেই সেমিফাইনালে খেলবে ভারত। গ্রুপে ড্রয়ের ধাক্কা ভুলে জেতার জন্য নামবেন হরমনপ্রীত সিংহরা।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
India Vs Japan Hockey Score Live: জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত
জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে ভারতের সামনে মালয়েশিয়া।
India Vs Japan Hockey Semifinals Live: ৫-০ করলেন কার্তি
৫১ মিনিট। পঞ্চম গোল ভারতের। এবার গোলদাতা কার্তি। তামিলনাড়ুর খেলোয়াড়। নিজেদের অর্ধ থেকে দূর পাল্লার পাস বাড়ান হরমনপ্রীত। সেই বল পান শামশের। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে তিনি বল বাড়ান কার্তিকে। জাপান গোলরক্ষককে পরাস্ত করে ৫-০ করেন কার্তি।
India Vs Japan Hockey Semifinals Live: যুগরাজের আক্রমণে চাপ বাড়াল ভারত
India Vs Japan Hockey Semifinals Live: ৩৯ মিনিটে ভারতের চতুর্থ গোল
৩৯ মিনিট। ভারতের চতুর্থ গোল। ডানদিক থেকে ফের আক্রমণ মনপ্রীতের। জাপানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাস বাড়ালেন সুমিতের উদ্দেশে। যিনি ওভারল্যাপ করছিলেন। পাস ধরে গোল সুমিতের।
India Vs Japan Hockey Score Live: দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল দিল ভারত
৩০ মিনিট। ফের গোল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল দিল ভারত। মাঝ বরাবর মনপ্রীত সিংহের দৌড়। জাপানি ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল লক্ষ্য করে শট মনপ্রীতের। সেই বল থেকেই গোল মনদীপের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)