এক্সপ্লোর
Advertisement
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সঞ্জু স্যামসনকে পন্থের সঙ্গে তুলনা করে ট্রোল সোশ্যাল মিডিয়ায়
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। পাঁচ ম্যাচের সিরিজ অবশ্য ইতিমধ্যেই কব্জায় নিয়ে নিয়েছে ভারত প্রথম তিনটি ম্যাচে জিতে। এদিন ওয়েলিংটনের ম্যাচে অধিনায়ক কোহলি দলে তিনটি পরিবর্তন করেন। গত ম্যাচের নায়ক মহম্মদ শামি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়।
নয়াদিল্লি:নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। পাঁচ ম্যাচের সিরিজ অবশ্য ইতিমধ্যেই কব্জায় নিয়ে নিয়েছে ভারত প্রথম তিনটি ম্যাচে জিতে। এদিন ওয়েলিংটনের ম্যাচে অধিনায়ক কোহলি দলে তিনটি পরিবর্তন করেন। গত ম্যাচের নায়ক মহম্মদ শামি ও রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়। তাঁদের জায়গায় সুযোগ দেওয়া হয় সঞ্জু স্যামসন ও নভদীপ সাইনিকে।
সঞ্জু কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ৫ বল খেলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু।
আউট হওয়ার পরই ট্যুইটারে অন্যতম টপ ট্রেন্ড হন সঞ্জু। ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ ঋষভ পন্থের সঙ্গে তুলনা করেন তাঁর। পন্থও এখন প্রথম একাদশে সুযোগের অপেক্ষায় রয়েছেন। ট্যুইটার ব্যবহারকারীদের কেউ কেউ বলেছেন, সঞ্জুর জায়গায় পন্থকে খেলানো উচিত ছিল। কেউ কেউ আবার সঞ্জুর পাশে দাঁড়ান। এরইমধ্যে ট্যুইটার ব্যবহারকারীদের মধ্যে কয়েকজন পন্থের সঙ্গে সঞ্জুকেও ট্রোল করতে শুরু করেন। তাঁদের বক্তব্য, সঞ্জুও পন্থের ক্লাবেই সামিল হয়েছেন।
#NZvIND#INDvNZ Rishabh Pant watching Sanju Samson getting out on 8 runs pic.twitter.com/dNcK4ZsCaK
— Sarcastic Patriotic Indians (@SARCASTIC_PI) January 31, 2020
Rishab pant to Sanju Samson..#NZvIND pic.twitter.com/mAmjYVhBjC
— Saket Saraf (@saraf_iam) January 31, 2020
SANJU SAMSON PLAYS A LOOSE SHOT AND THREW HIS WICKET ONLY IN 2ND OVER. LE RISHABH PANT* pic.twitter.com/2mq7M24wlf
— SHUBHMEN GIRL (@shubhmen_popa) January 31, 2020
Rishabh pant's condition. Pic1 :- Sanju Samson came to open. Pic2 :- Gone after scoring just 8 runs. pic.twitter.com/BXvTcvrmCJ
— Nishant Raj (@nishant4_king) January 31, 2020
উল্লেখ্য, বেশ কয়েকটি ম্যাচেই ব্যাট হাতে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেননি পন্থ। তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে গত একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাউন্সারে চোট পেয়েছিলেন তিনি। তাঁর জায়গায় কিপিং করতে দেখা গিয়েছিল কে এল রাহুলকে। কিপিংয়ে নির্ভরতার পাশাপাশি ব্যাট হাতে দাপট দেখানোর পর দলে এখন যৌথ ভূমিকায় খেলানো হচ্ছে রাহুলকে।Rishabh Pant watching today's match. Wicket of Sanju Samson and Shreyas Iyer.#Sanjusamson @venkysplace pic.twitter.com/B62gMvjWxr
— venkysplace (@venkysplace) January 31, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement